টিডিএন বাংলা ডেস্ক: গভীর রাতে যখন ঘুমে আচ্ছন্ন শহর ঠিক সেই সময়ে বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের বাড়ির সামনে আন্দোলনরত পড়ুয়াদের অবস্থান ধরনামঞ্চ তুলে দেওয়ার চেষ্টা করল বিশ্ববিদ্যালয়েরই নিরাপত্তারক্ষীরা। এই সময় নিরাপত্তারক্ষীরা বিক্ষোভকারী ছাত্র-ছাত্রীদের অকথ্য ভাষায় গালিগালাজ করে, ছাত্রীদের ধর্ষণ করার হুমকি দেয় এবং তাদের ধরনামঞ্চ ভেঙে দেয় বলেও অভিযোগ পড়ুয়াদের। যার ফলে হাতাহাতিতে জড়িয়ে পড়েন পড়ুয়া ও নিরাপত্তারক্ষীরা।
এদিকে অবস্থান মঞ্চ ভেঙে দিলেও তাদের আন্দোলন দমানো যাবে না, দাবি পুরণ না হওয়া পর্যন্ত তারা নিজেদের অবস্থানে অনড় থাকবেন বলে স্পষ্ট ভাষায় জানিয়ে দিয়েছেন পড়ুয়ারা। পড়ুয়াদের অভিযোগ ছিল, গত পাঁচ বছর ধরে একনায়কতন্ত্র চালাচ্ছেন উপাচার্য। যাকে খুশি তাকে সাসপেন্ড করা, শোকজ করা, বদলি করা, কোনও কর্মীর বেতন বন্ধ করে দেওয়া যেন রোজনামচায় পরিণত করেছেন। বাদ যাননি পড়ুয়ারাও। উপাচার্যের রোষের শিকার হয়েছেন তাঁরাও। কাউকে হস্টেল থেক বহিষ্কার, তো কাউকে সাসপেন্ড করে শিক্ষাঙ্গন থেকে বাইরে রাখা হয়েছে। যদিও উপাচার্য সমস্ত অভিযোগ অস্বীকার করেছেন।