HighlightNewsরাজ্য

ফরাক্কা ব্যারেজের রেলিং ভেঙে মালগাড়িকে ধাক্কা লরির! ভয়াবহ দুর্ঘটনা ফরাক্কা ব্যারেজে

নিজস্ব সংবাদ, টিডিএন বাংলা: ফরাক্কা ব্যারেজের ডাউন রেললাইনে আসা একটি মালগাড়িকে ধাক্কা ১৪ চাকা লরির। ফরাক্কা ব্যারেজের রেলিং ভেঙে মালগাড়িকে ধাক্কা মারলো লরি। এমারজেন্সি ব্রেক করে কোনোরকমে ডাউন লাইনে ব্রিজের উপর দাঁড়িয়ে বড়সর ট্রেন দুর্ঘটনা ও অঘটন থেকে বাঁচালেন মালগাড়ির চালক। মঙ্গলবার ভোরে ঘটনায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয় মুর্শিদাবাদের ফরাক্কা ব্যারেজ এলাকায়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছান সিআইএসএফ ও পুলিশের কর্মকর্তারা।

জানা গিয়েছে, এদিন মালদা থেকে রেললাইনে ফারাক্কার দিকে আসছিল মালগাড়িটি। অপরদিকে ১৪ চাকা লরিটিও মালদার থেকে ফারাক্কার দিকে যাচ্ছিল। সেসময় ফারাক্কার দিক থেকে মালদার দিকে একটি ট্রাক্টর যাচ্ছিল। ১৪ চাকার লরিটি ব্যারেজের ওপর দিয়ে দ্রুতগতিতে যাওয়ার সময় নিয়ন্ত্রণ হারিয়ে প্রথমে ট্রাক্টরকে ধাক্কা মারে এবং তারপরেই গতি নিয়ন্ত্রণ না করতে পেরে ব্রিজের রেলিং ভেঙে দিয়ে ডাউন মাল গাড়িতে সজরে ধাক্কা মারে। দুর্ঘটনার কবলে পড়ে দুমড়ে মুছরে যায় ট্রাক্টর ও লরিটি। যদিও কোন রকমে রক্ষা পেয়েছে মাল গাড়িটি।

Related Articles

Back to top button
error: