HighlightNewsদেশ

কর্নাটকের মসজিদে অনুমতিযোগ্য ডেসিবেল মাত্রার মধ্যেই ব্যবহার করতে হবে লাউডস্পিকার, নোটিশ দিল পুলিশ

টিডিএন বাংলা ডেস্ক: মসজিদে লাউডস্পিকারের ব্যবহার নিয়ে দেশজুড়ে চলতে থাকা বিভিন্ন রাজনৈতিক দলের নেতা-মন্ত্রীদের মধ্যে চলতে থাকা তর্ক-বিতর্কের মধ্যেই এবার কর্ণাটকের মসজিদগুলিতে অনুমতিযোগ্য ডেসিবেলের মাত্রার মধ্যেই লাউডস্পিকার ব্যবহার করার জন্য নোটিশ দিল পুলিশ। জানা গিয়েছে, ইতিমধ্যেই কর্নাটকের বেশ কয়েকটি মসজিদে পুলিশের এই নোটিশ পৌঁছেছে।
প্রসঙ্গত, ডানপন্থী কিছু রাজনৈতিক দল এই ধরনের লাউডস্পিকার বন্ধ করার দাবিতে প্রচারাভিযান শুরু করার পরে এই পদক্ষেপ নিয়েছে পুলিশ। ওই ডানপন্থী দলগুলির দাবি, আশেপাশের এলাকায় বসবাসকারী মানুষের কাছে মসজিদের ওই লাউডস্পিকারগুলি একটি বিরক্তের কারণ হয়ে দাঁড়িয়েছে। একটি সর্বভারতীয় সংবাদমাধ্যমে প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী, ব্যাঙ্গালোরের প্রায় ২৫০ মসজিদে এই ধরনের নোটিশ পাঠানো হয়েছে এবং ওই নোটিশ অনুযায়ী মসজিদ কর্তৃপক্ষ এক বিশেষ ধরনের ডিভাইস ইন্সটল করা শুরু করেছেন যা, শব্দমাত্রাকে অনুমতি যোগ্য স্তরের মধ্যে রাখতে সাহায্য করবে।
কর্নাটকের ডিরেক্টর জেনারেল অফ পুলিশ (ডিজিপি) প্রবীণ সুদ সমস্ত পুলিশ কমিশনার, ইন্সপেক্টরস জেনারেল এবং সুপারকে ধর্মীয় প্রতিষ্ঠান, পাব, নাইট ক্লাব এবং অন্যান্য প্রতিষ্ঠান ও অনুষ্ঠানে শব্দ দূষণের নিয়ম লঙ্ঘন করা হচ্ছে কিনা তা খতিয়ে দেখার নির্দেশ দিয়েছেন। প্রসঙ্গত, কয়েকটি সংগঠনের তরফ থেকে মঙ্গলবার বিভিন্ন পুলিশ অফিসারের কাছে একটি স্মারকলিপি জমা দেওয়া হয়েছে, যেখানে বলা হয়েছে, হাসপাতাল, গুরুত্বপূর্ণ সরকারি দফতর, স্কুল এবং কলেজের মত “সাইলেন্ট” জোনেও মসজিদে লাউডস্পিকারের “অপব্যবহার” করা হচ্ছে। ওই সংগঠনগুলির অভিযোগ, মসজিদের লাউডস্পিকার থেকে আসা আওয়াজে সকালে ঘুমের ব্যাঘাত ঘটে। যার ফলে, যারা রাতে কাজ করেন সেই সমস্ত মানুষ, শিক্ষার্থী, অসুস্থ এবং বয়স্ক মানুষরা অস্বস্তি বোধ করছেন। এই অভিযোগগুলি পাওয়ার পর ডিজিপির নির্দেশে বেঙ্গালুরু পুলিশ মসজিদগুলিতে নোটিশ জারি করা শুরু করেছে।

Related Articles

Back to top button
error: