HighlightNewsদেশ

এইচআইভির কবলে লখনউ জেল, আক্রান্ত ৬৬ জন

টিডিএন বাংলা ডেস্ক: এইচআইভির কবলে এবার লখনউ জেল। এমনই চাঞ্চল্যকর তথ্য উঠে এসেছে উত্তরপ্রদেশের লখনউ জেলের এক রিপোর্ট থেকে। প্রথমদিকে জেল বন্দিদের মধ্যে ২০ জনের এইচআইভি পজিটিভ রিপোর্ট মেলে এবং পরে তা বেড়ে হয়ে যায় ৩৬। বর্তমান জেলে আক্রান্তের সংখ্যা আরও বেড়ে যায় এবং তার সংখ্যা দাঁড়িয়েছে ৬৬। কীভাবে জেল বন্দিরা এইচআইভিতে আক্রান্ত হলো তা এখনো জানা যায়নি। একেরপর এক এইচআইভির সংখ্যা বেড়ে যাওয়ায় উদ্বিগ্ন জেল কর্তৃপক্ষ সহ লখনউ জেলা প্রশাসন।

জেলে এইচআইভি সংক্রমণের ব্যাপারে অজ্ঞাত ছিললখনউ জেল কর্তৃপক্ষ। গত ৩ ডিসেম্বর রাজ্য স্বাস্থ্য দফতরের তরফে কারাবন্দিদের স্বাস্থ্য পরীক্ষার আয়োজন করা হয়। সেই সময়ই বিভিন্ন শারীরিক পরীক্ষার পাশাপাশি রাজ্য এডস কন্ট্রোল সোসাইটির নির্দেশে বন্দিদের এইচআইভি পরীক্ষাও করা হয়। সেই রিপোর্টে দেখা যায় মোট ৩৬ জন কারাবন্দী এইচআইভি পজিটিভ। এর আগে এইচআইভি পজিটিভ ৪৭ জনের মধ্যে ২০ জনকে ছেড়ে দেওয়া হয়েছিল। বর্তমানে ৬৩ জন চিকিৎসাধীন রয়েছে।

জেলের মধ্যে কীভাবে এতজন এইচ আই ভি পজিটিভ হল, তা নিয়ে প্রশ্ন উঠছে। যদিও জেল সুপারের দাবি, জেল বন্দিরা জেলে আসার আগে থেকেই আক্রান্ত ছিল, তাদের অধিকাংশই মাদকাসক্ত। বন্দিদের এইচআইভি পজিটিভ রিপোর্ট সামনে আসার পর জেলের তরফে তাদের চিকিৎসা ও কাউন্সিলিংয়ের ব্যবস্থাও করা হয়েছে। জেলের এক আধিকারিক জানান, এইচআইভি পজিটিভ বন্দিদের চিকিৎসকের অধীনে ও পর্যবেক্ষণের মধ্যে রাখা হয়েছে। তাদের খাদ্যতালিকাও বদল করা হয়েছে। লখনউ সি এম ও ডা. মনোজ আগরওয়াল জানান, এইচআইভি সংক্রমিত বন্দিদের চিকিৎসকদের বিশেষ পর্যবেক্ষণে রাখা হয়েছে। ভাইরাসের সংক্রমণ ঠেকাতে যথোপযুক্ত ব্যবস্থাও নেওয়া হচ্ছে।

Related Articles

Back to top button
error: