HighlightNewsদেশ

বার্ষিক পরীক্ষা ছাড়াই নবম ও একাদশ শ্রেণির পড়ুয়াদের উত্তীর্ণ করার সিদ্ধান্ত নিল মহারাষ্ট্র সরকার

টিডিএন বাংলা ডেস্ক: করোনার দ্বিতীয় ঢেউয়ের জেরে মার্চের শুরু থেকেই লাফিয়ে লাফিয়ে বেড়ে চলেছে সংক্রমণ। দৈনিক সংক্রমনের পরিসংখ্যান ইতিমধ্যেই পার করেছে এক লক্ষের গণ্ডি। দেশের মধ্যে পুনরায় সবথেকে খারাপ অবস্থা মহারাষ্ট্রের। এই পরিস্থিতিতে বার্ষিক পরীক্ষা ছাড়াই নবম ও একাদশ শ্রেণির পড়ুয়াদের যথাক্রমে দশম ও দ্বাদশ শ্রেণীতে উত্তীর্ণ করার সিদ্ধান্ত নিয়েছে মহারাষ্ট্র সরকার। তবে এই সিদ্ধান্ত শুধুমাত্র ২০২১-২২ শিক্ষাবর্ষের জন্যই নেওয়া হয়েছে।

এ প্রসঙ্গে মহারাষ্ট্রের শিক্ষা মন্ত্রী বর্ষা গায়কোয়াড বলেছেন, “বর্তমানের কোভিড পরিস্থিতি খতিয়ে দেখে এবং পড়ুয়াদের সুরক্ষার কথা ভেবে রাজ্যের শিক্ষা দফতর সিদ্ধান্ত নিয়েছে রাজ্যের অধীনে থাকা স্কুলগুলির নবম ও একাদশ শ্রেণির পড়ুয়াদের পরীক্ষা না নিয়েই পরের শ্রেণিতে উত্তীর্ণ করা হবে।”

তিনি আরো বলেন,”বর্তমান পরিস্থিতির কথা মাথায় রেখে মহারাষ্ট্রের অধীনে থাকা সব বিদ্যালয়ের প্রথম থেকে অষ্টম শ্রেণির পড়ুয়াদেরও পরীক্ষা ছাড়া পরের শ্রেণিতে উত্তীর্ণ করার সিদ্ধান্ত আগেই নেওয়া হয়েছিল। এ বার এই সিদ্ধান্তও নেওয়া হল।”

তবে, প্রথম শ্রেণী থেকে অষ্টম শ্রেণী এবং নবম ও একাদশ শ্রেণির পড়ুয়াদের ক্ষেত্রে এই ছাড় দেওয়া হলেও নির্দিষ্ট সূচি অনুযায়ী দর্শন ও দ্বাদশ শ্রেণীর বোর্ডের পরীক্ষা নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে মহারাষ্ট্র সরকার। আগামী ২৩ এপ্রিল থেকে শুরু হবে দ্বাদশ শ্রেণীর পরীক্ষা এবং ২৯এপ্রিল থেকে শুরু হবে দশম শ্রেণির পরীক্ষা। তবে দশম শ্রেণীর জন্য প্রাকটিক্যাল পরীক্ষা বাতিল করার সিদ্ধান্ত নিয়েছে বোর্ড।পাশাপাশি যদি কোনো পরীক্ষার্থী করোনায় আক্রান্ত হওয়ার জন্য পরীক্ষায় বসতে না পারেন সে ক্ষেত্রে তিনি জুন মাসে এই পরীক্ষা দিতে পারেন বলে জানিয়েছে বোর্ড।

 

Related Articles

Back to top button
error: