HighlightNewsরাজ্য

মহারাষ্ট্র-কর্নাটক সীমান্ত বিরোধ বাড়ছে, দুই রাজ্যের মধ্যে বন্ধ বাস পরিষেবা

টিডিএন বাংলা ডেস্ক: মহারাষ্ট্র-কর্নাটক সীমান্ত বিরোধ বাড়ছে। মহারাষ্ট্রের দাউন্ডে কর্ণাটক রাজ্যের একটি বাসে কালি ছোড়া হয়। এর পর কর্ণাটকের কালবুর্গিতে মহারাষ্ট্র রাজ্য পরিবহনের একটি বাস কালো করে দেওয়া হয়। এই কারণে, মহারাষ্ট্র এবং কর্ণাটক উভয় রাজ্যই সতর্কতামূলক পদক্ষেপ হিসাবে বাস পরিষেবা বন্ধ করে দেওয়া হয়েছে।

প্রসঙ্গত, সম্প্রতি কর্ণাটকের মুখ্যমন্ত্রী বাসভরাজ বোমাই মহারাষ্ট্রের ৪০টি গ্রামকে নিজের বলে দাবি করেন। এই মন্তব্য নিয়ে মহারাষ্ট্রে বিক্ষোভ তীব্র হয়েছে। মুম্বইয়ের মাহিম বাসস্টপে তাঁর পোস্টারেও কালো রং করে দেওয়া হয়েছে।

Related Articles

Back to top button
error: