HighlightNewsদেশ

অমিত শাহের কাছে পদত্যাগের দাবি করলেন মমতা

টিডিএন বাংলা ডেস্ক: পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের পদত্যাগের দাবি করেছেন। তিনি বলেন, “অমিত শাহ সময়ের আগেই আমার সরকারকে পতনের হুমকি দিয়েছেন। তিনি কীভাবে গণতান্ত্রিকভাবে নির্বাচিত সরকারকে ফেলে দেওয়ার কথা বলতে পারেন, তা বলার অধিকার তাঁর নেই। স্বরাষ্ট্রমন্ত্রীর গুন্ডার মতো কথা বলা উচিত নয়। দেশের সংবিধান কি পরিবর্তন করা হচ্ছে? ভারতকে রক্ষা না করে দেশের স্বরাষ্ট্রমন্ত্রী বাংলার সরকারকে পতনের চক্রান্ত করছেন”।

উত্তরপ্রদেশে আতিক-আশরাফ হত্যা প্রসঙ্গ উল্লেখ করে মমতা বলেন, আমি অপরাধকে সমর্থন করি না, তবে উত্তরপ্রদেশের মানুষের কাছে এনকাউন্টার সাধারণ ঘটনা হয়ে উঠেছে। জনগণের উচিত এসব এনকাউন্টারের বিরোধিতা করা। দেশে কী চলছে, যাকে খুশি মারুন, যাকে খুশি কাটুন? যাকে ইচ্ছা আঘাত করুন। আপনি যাকে চান একটি এজেন্সি রাখুন, সিবিআই-ইডি রাখুন। বাংলায় চকোলেট বোমা বিস্ফোরিত হলেও এনআইএ-র কাছে পাঠায়। দুই ইঞ্জিনের বিজেপি সরকার দ্বিগুণ মান রাখে।” সোমবার বীরভূম জেলার সিউড়িতে এক জনসভায় মমতা বন্দ্যোপাধ্যায় এই মন্তব্য করেন।

Related Articles

Back to top button
error: