কেরল ভোটের আগে বিজেপিতে যোগ দিচ্ছেন “মেট্রো ম্যান” ই শ্রীধরণ

ছবি সৌজন্যে ই শ্রীধরণের টুইটার পেজ।

টিডিএন বাংলা ডেস্ক: ভারতীয় রেলের বিভিন্ন বিখ্যাত প্রকল্প যাঁর হাতে তৈরি, দিল্লি মেট্রো তৈরি হয়েছে যার পরিকল্পনায় সেই ই শ্রীধরণ এবার যোগদান করতে চলেছেন বিজেপিতে। বর্তমানে তাঁর বয়স ৮৮ বছর। কেরলের আসন্ন বিধানসভা নির্বাচনে তিনি ভোটেও দাঁড়াতে পারেন বলে জানা গিয়েছে। নিজের বিজেপিতে যোগদানের প্রসঙ্গে শ্রীধরণ জানিয়েছেন,” আমি সরকারি বিভিন্ন প্রকল্পের কাছাকাছি থেকেছি। অবসরের পর থেকে একাধিক সরকার আমি সামনে থেকে দেখেছি। কিন্তু যে পথে রাজনৈতিক লড়াই করা উচিত, সে পথে হয় না। শেষ ১০ বছর ধরে আমি কেরলে আছি। সরকারের সাধারণ মানুষের জন্য যা করা উচিত, তা করা হচ্ছে না। আমি বিজেপিতে যোগ দিয়ে আমার অভিজ্ঞতার অংশটুকু ভাগ করে নিতে চাই।”

পাশাপাশি সংসদীয় রাজনীতিতে মূলত কেন্দ্রে বিরোধী দলগুলির “অন্ধ বিরোধিতা” নিয়েও প্রশ্ন তোলেন শ্রীধরণ। তিনি বলেন,”রাজনৈতিক দলগুলি নিজেদের স্বার্থসিদ্ধির জন্য ভারতকে খারাপ ভাবে পৃথিবীর সামনে তুলে ধরছে। কংগ্রেস ভারতের খারাপ ভাবমূর্তি বিশ্বের সামনে তুলে ধরছে।”