টিডিএন বাংলা ডেস্ক: সোমবার মধ্য রাতে আবারও হিংসা পরিস্থিতি সৃষ্টি হল হুগলির রিষড়ায়। যার জেরে ব্যাহত হচ্ছে হাওড়া ব্যান্ডেল শাখার ট্রেন চলাচল। যে কোনো পরিস্থিতির জন্য চরম সতর্ক অবস্থানে রাজ্য প্রশাসন। রামনবমীর মিছিলকে কেন্দ্র করে গত রবিবারের হিংসার কিছুটা স্বাভাবিক অবস্থায় ফিরে এসে ছিল হুগলী। পুলিশও ঘোষণা করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আছে। কিন্তু সোমবার রাত হতেই আবারও অশান্ত হয়ে উঠলো হুগলির রিষড়া। হঠাৎই মধ্য রাতে রিষড়ায় রেললাইনে এসে বিক্ষোভ দেখাতে শুরু করেন একদল মানুষ। তারা পাথর ছুঁড়েছে বলেও অভিযোগ উঠেছে। ইস্টার্ন রেলওয়ের চিফ পিআরও কৌশিক মিত্র জানিয়েছেন, যাত্রীদের নিরাপত্তার কথা মাথায় রেখে হাওড়া-ব্যান্ডেল রুটে সমস্ত লোকাল, মেল এবং এক্সপ্রেস ট্রেনের চলাচল আপাতত বন্ধ রাখা হয়েছে।
অশান্তি সৃষ্টির ভয়ে হাওড়া ও হুগলীতে বিভিন্ন এলাকায় বন্ধ আছে দোকান ঘাট, বাজার, যান চলাচল। সহিংসতা বন্ধ করতে ওই এলাকায় মোতায়েন করা হয়েছে বিশাল পুলিশ বাহিনী ও র্যাব। এই দাঙ্গা পরিস্থিতির জন্য কে বা কারা দায়ী তা নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক চাপানো উতোর। তৃণমূলের নেতারা এক সুরে দায়ী করেছেন বিজেপি নেতাদের। অন্য দিকে বিজেপি এই অশান্তির জন্য প্রথম থেকেই প্রশাসনিক ব্যর্থতাকে দায়ী করছে। এই অশান্তি সৃষ্টিকে কেন্দ্র করে হাইকোর্টে মামলা দায়ের হয়েছে একাধিক।