HighlightNewsদেশ

“মিঁয়া রাজ্যে দামি সবজি বিক্রি করছেন”, মন্তব্য অসমের মুখ্যমন্ত্রীর: “মোষ যদি তাঁর বাড়িতে দুধ না দেয় তাহলেও তিনি মিঁয়াকে দোষ দেবেন”, পাল্টা জবাব ওয়াইসির

টিডিএন বাংলা ডেস্ক: অসমে, ‘মিঁয়া’ শব্দটি প্রায়ই বাঙালি বংশোদ্ভূত মুসলমানদের জন্য ব্যবহৃত হয়। যাঁরা মূলত বাংলাদেশ থেকে এসেছেন। অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা রাজ্যে সবজির দাম বাড়ার জন্য মিঁয়া সম্প্রদায়কে দায়ী করেছেন। শর্মার বক্তব্য, শহরের অধিকাংশ সবজি বিক্রেতা মিঁয়া।  তাঁরা অসমিয়াদের কাছে দামি সবজি বিক্রি করছেন।

শর্মার এই মন্তব্যের পর এআইএমআইএম প্রধান আসাদউদ্দিন ওয়াইসি টুইট করে পাল্টা জবাব দিয়ে লিখেছেন, দেশে এমন একটা দল আছে যাদের বাড়িতে মহিষ দুধ না দিলে বা মুরগি ডিম না দিলে সেই দোষটাও মিয়াঁদের ওপর চাপানো হবে।

ওয়াইসি আরও লিখেছেন, সম্ভবত মিঁয়া ভাইকে তাঁর ব্যক্তিগত ব্যর্থতার জন্য দায়ী করা হয়েছে। আজকাল, মোদীজির বিদেশী মুসলমানদের সাথে গভীর বন্ধুত্ব রয়েছে, তাঁদের কাছে কিছু টমেটো, পালংশাক, আলু ইত্যাদির জন্য জিজ্ঞাসা করুন এবং কাজটি সেরে নিন।

উল্লেখ্য, অসমের মুখ্যমন্ত্রী প্রায়ই মিঁয়া সম্প্রদায়কে সাম্প্রদায়িক বলে বর্ণনা করেন। ২০২১ সালের অসম বিধানসভা নির্বাচনের আগে, শর্মা একটি প্রোগ্রামে বলেছিলেন, মিঁয়া সম্প্রদায় অসমিয়া সংস্কৃতি নষ্ট করার চেষ্টা করছে। শর্মা তাঁদের বহিরাগত বলেও অভিহিত করেছিলেন।

Related Articles

Back to top button
error: