টিডিএন বাংলা ডেস্ক: দীর্ঘ ২৩ বছর পরের অপেক্ষার অবসান ঘটিয়ে অবশেষে ডুরান্ড কাপ জয় করল মোহনবাগান সুপার জায়ান্টস। আর এই বিজয়ের মধ্য দিয়ে ভাঙল ইস্টবেঙ্গলের রেকর্ড। গতকাল রবিবারের এই জয়ের ফলে মোহনবাগানের ট্রফি ক্যাবিনেটে ডুরান্ড কাপের সংখ্যা বেড়ে দাঁড়াল ১৭। যুবভারতীতে ফাইনালের আগে পর্যন্ত ইস্টবেঙ্গল এবং মোহনবাগান সমসংখ্যক ডুরান্ড জিতেছিল।
৯০ মিনিটের লড়াইয়ের ময়দানে ইস্টবেঙ্গলকে ১-০ গোলে হারিয়ে ডুরান্ড কাপে চ্যাম্পিয়ন হল মোহনবাগান সুপার জায়ান্ট। ম্যাচের একমাত্র গোলটি করেন দিমিত্রি পেত্রাতোস। আর সেই জয়টার মাহাত্ম্য আরও বেশি। কারণ ৬২ মিনিটে অনিরুদ্ধ থাপা লাল কার্ড (দুটি হলুদ কার্ড) দেখায় শেষ ২৮ মিনিট ১০ জনে খেলছিল মোহনবাগান।
২৩ বছর পর ফের ডুরান্ড কাপ জিতল মোহনবাগান সুপার জায়ান্টস। ২০০০ সালে ডুরান্ড কাপে জয়ের পর গঙ্গাপারেরর ক্লাব তাঁবুতে যে ডুরান্ড কাপ ঢোকেনি, সেটা অবশেষে ২০২৩ সালে কাটল। আর যে ছন্দে ডুরান্ড ট্রফি খরা কাটল মোহনবাগানের, তাতে জয়টা আরও বেশি মধুর হল। কারণ রবিবার যুবভারতীয় ক্রীড়াঙ্গনে চিরপ্রতিদ্বন্দ্বী ইস্টবেঙ্গলকে হারিয়ে ডুরান্ড কাপ জিতেছে মোহনবাগান।