HighlightNewsদেশ

কাশ্মীরের স্কুলে ভজন-সূর্য নমস্কার বন্ধ করার আবেদন জানাল মুসলিম সংগঠন

টিডিএন বাংলা ডেস্ক: মুত্তাহিদা মজলিস-ই-উলামা (এমএমইউ), জম্মু ও কাশ্মীরের একটি ইসলামিক ধর্মীয় ও শিক্ষামূলক সংগঠন, স্কুলে ভজন এবং সূর্য নমস্কার নিয়ে অসন্তোষ প্রকাশ করেছে। স্কুলে এহেন আচার-আচরণ বন্ধ করতে তাঁরা প্রশাসন ও শিক্ষা বিভাগের কাছে আবেদন জানিয়েছেন। সংগঠনের পক্ষে বলা হয়েছে, এটি মুসলমানদের ধর্মীয় অনুভূতিতে আঘাত করছে।

জম্মু ও কাশ্মীরের প্রাক্তন মুখ্যমন্ত্রী ও পিডিপি সভানেত্রী মেহবুবা মুফতি এমএমইউয়ের বিবৃতির একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করেছেন। ভিডিওটি ইতিমধ্যেই ভাইরাল হয়েছে নেত্মধ্যমে। ওই ভিডিওতে দেখা যাচ্ছে, কেন্দ্রশাসিত অঞ্চলের একটি সরকারি স্কুলের ছাত্র ‘রঘুপতি রাঘব রাজা রাম’ গাইছে। ভিডিওটির ক্যাপশনে মেহবুবা লিখেছেন,”ধর্মীয় পণ্ডিতদের জেলে দেওয়া, জামা মসজিদ বন্ধ করে দেওয়া এবং স্কুলের বাচ্চাদের এখানে হিন্দু স্তোত্র গাওয়ার নির্দেশ দেওয়া কাশ্মীরে ভারত সরকারের প্রকৃত হিন্দুত্ববাদী অ্যাজেন্ডাকে প্রকাশ করে। তাদের আদেশ প্রত্যাখ্যান করা হবে পিএসএ এবং ইউএপিএ-র আহ্বান। এই পরিবর্তনশীল জম্মু ও কাশ্মীরের জন্য আমরা এই মূল্য পরিশোধ করছি।”

শনিবার শ্রীনগরের জামে মসজিদে একটি বৈঠক করে এমএমইউ। বিভিন্ন সংবাদমাধ্যমে প্রকাশিত তথ্য অনুসারে, এমএমইউ কাশ্মীরের মুসলিম পরিচয়কে দুর্বল করার চেষ্টা নিয়ে গুরুতর উদ্বেগ প্রকাশ করেছে। বৈঠকে বলা হয়েছে, উপত্যকার স্কুলে যোগ ও সকালের প্রার্থনার নামে শিশুদের ভজন গাওয়ার ফরমান মুসলমানদের ধর্মীয় অনুভূতিতে আঘাত করছে। এটির স্বীকৃতি মৌলিক নীতির বিরুদ্ধে। এতে জনগণ ক্ষুব্ধ হয়।

এমএমইউ প্রশাসন, শিক্ষা বিভাগ এবং সংশ্লিষ্ট সংস্থাগুলিকে অনুরোধ করেছে যে কাশ্মীরে মুসলমানদের পক্ষ থেকে এই ধরনের কার্যকলাপ সহ্য করা হবে না। তিনি একে ধর্মীয় ও ইসলামিক বিশ্বাসের প্রতি সরাসরি চ্যালেঞ্জ বলে অভিহিত করেছেন। এমএমইউ বিবৃতিতে জানিয়েছে, যে প্রশাসন ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে অবিলম্বে তাদের আদেশ প্রত্যাহার করে স্কুল ও শিক্ষাপ্রতিষ্ঠানে এসব প্রথা বন্ধ করার জন্য আবেদন করা হচ্ছে। এমএমইউ অভিভাবকদের কাছেও আবেদন করেছে যে তাঁদের সন্তানদের যদি সরকারি স্কুলে অনৈসলামিক কাজে অংশ নিতে বাধ্য করা হয়, তাহলে তাঁরা যেন এই স্কুলগুলো থেকে তাঁদের শিশুদের প্রত্যাহার করে বেসরকারি স্কুলে ভর্তি করান।

Related Articles

Back to top button
error: