HighlightNewsরাজ্য

নতুন বিমানবন্দর তৈরি হবে আলিপুরদুয়ারে, মালদহে কাজ প্রায় শেষ: মুখ্যমন্ত্রী মমতা

টিডিএন বাংলা ডেস্ক: নতুন বিমানবন্দর তৈরি হবে আলিপুরদুয়ারে। অন্যদিকে মালদহে বিমানবন্দর তৈরির কাজ প্রায় শেষের পথে। রাজ্য সরকারের উন্নয়ন প্রসঙ্গে বিধানসভায় দাঁড়িয়ে ঘোষণা দিলেন মুখ্যমন্ত্রী মমতা। আজ সোমবার বিধানসভা অধিবেশনের প্রশ্নোত্তর পর্বে বিজেপি বিধায়ক মনোজ ওরাওঁ এর একটি প্রশ্নের উত্তরে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, আলিপুরদুয়ারের হাসিমারাতে নতুন বিমানবন্দর তৈরি করবে তার সরকার। এছাড়া অন্ডালে একটি কার্গো বিমানবন্দর ও পুরুলিয়াতেও বিমানবন্দর তৈরি হবে বলে জানিয়েছেন তিনি।

এদিন ইংরেজবাজারের বিধায়ক শ্রীরুপা মিত্র চৌধুরী মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে বিমান চলাচলের অবস্থা কেমন জানতে চাইলে উত্তরে মুখ্যমন্ত্রী বলেন, “কোচবিহার, বালুরঘাটে বিমানবন্দর তৈরির কাজ শেষ হয়ে গিয়েছে। মালদহের কাজও শেষ পর্যায়ে। এর পর হাসিমারাতেও একটি বিমানবন্দর তৈরি করার কথা ভাবা হচ্ছে।”

একইসঙ্গে তিনি বিজেপি বিধায়কদের উদ্দেশে বলেন, “বিমানবন্দর তৈরির জন্য আপনারা দ্রুত দিল্লি থেকে ছাড়পত্রের বন্দোবস্ত করুন। ডবল ইঞ্জিন বিমান চলাচলের জন্য ছাড়পত্র দেওয়া হোক। বিমানবন্দরের জন্য ইতিমধ্যেই ৩০০ কোটি টাকা ব্যয় করা হয়েছে।” তিনি আরও জানিয়েছেন, কেন্দ্র যত দ্রুত সিদ্ধান্ত নেবে, তত দ্রুত বাংলার বিমানবন্দরগুলিতে বিমান চলাচল শুরু করা যাবে।

Related Articles

Back to top button
error: