HighlightNewsদেশ

মালেগাঁও বিস্ফোরণকাণ্ডে নয়া মোড়, বদল সাক্ষীর বয়ান

টিডিএন বাংলা ডেস্ক : মালেগাঁও বিস্ফোরণকাণ্ডে সাক্ষীর ভোল বদল। আদালতে তাঁর দাবি, সেই সময় তদন্তকারীরা জোর করে তাকে দিয়ে যোগী আদিত্যনাথের নাম বলিয়েছেন।

মালেগাঁও বিস্ফোরণের তদন্তে থাকা তৎকালীন এটিএস সদস্যরা অত্যাচার চালিয়েছেন বলে দাবি করেছেন ওই সাক্ষী। বিশেষ এনআইএ আদালতে ওই সাক্ষী দাবি করেন, তাকে আদিত্যনাথ সহ আরও চার আরএসএস কর্মীর নাম বলতে বাধ্য করা হয়। গুরুত্বপূর্ণ মামলায় পরপর সাক্ষীর বয়ান বদলের ঘটনায় জল্পনা ছড়িয়েছে। যোগী আদিত্যনাথ সেই সময় ছিলেন বিধায়ক। এখন তিনি উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী। সাক্ষীদের বয়ান বদলের পেছনে রাজনৈতিক কোনও চাপ রয়েছে? উঠছে প্রশ্ন।

এখনও পর্যন্ত ১৩ জন সাক্ষী বয়ান বদল করেছেন। ২০০৮ সালে মালেগাঁও বিস্ফোরণ মামলার তদন্ত করছে জাতীয় তদন্তকারী সংস্থা এনআইএ। গত সপ্তাহে আরও এক সাক্ষী তার বয়ান থেকে সরে আসেন। ওই সাক্ষী সেই সময় দাবি করেছিলেন, নাসিকে স্বামী শংকরাচার্য উস্কানিমূলক ভাষণ দিয়েছিলেন। আরেক সাক্ষী দাবি করেন, মুসলিমদের বিরুদ্ধে বৈষম্যমূলক মন্তব্য করেছেন শংকরাচার্য। তারই ফল মালেগাঁও বিস্ফোরণ।

Related Articles

Back to top button
error: