Highlightরাজ্য

রাজ্যে লকডাউনের খবর ভুয়ো, স্পষ্ট জানাল নবান্ন

টিডিএন বাংলা ডেস্ক : করোনা সংক্রমণ বাড়লেও কলকাতায় বা গোটা রাজ্যে লকডাউন হবে বলে যে খর সোশ্যাল মিডিয়ায় ছড়ানো হচ্ছে, তা ভুয়ো বলে জানাল রাজ্য। সোমবার নবান্নের শীর্য সূত্রে বলা হয়েছে, এমন কোনও সিদ্ধান্ত হয়নি। কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রক থেকেও এমন কোনও পরামর্শ এখনও পর্যন্ত দেওয়া হয়নি। এই ধরনের। ভুয়ো খবরে কেউ যেন বিভ্রান্ত না হন তারই পরামর্শ দেওয়া হয়েছে।খবর পূবের কলমের।

গতবছর ২২ মার্চ দেশজুড়ে জনতা কারফিউ হয়েছিল। তবে করােনার জেরেলকডাউনের ভুয়ো খবর ছড়াতেই অনেকে উৎকণ্ঠায় পড়েছেন। তা ছাড়া নবম শ্রেণি থেকে শুরু করে বিভিন্ন স্কুলে ক্লাস শুরু হয়েছে । ৫ মে সিবিএসই বোর্ডের পরীক্ষা রয়েছে। তা অনিশ্চিত হয়ে যাবে কি না, সেই নিয়েও ধন্দে পড়ে গেছেন অনেকে। এ দিন নবান্নের শীর্ষ এক আধিকারিক জানিয়েছেন, যারা লকডাউনের ভুয়ো খবর ছড়াচ্ছে, তারা দায়িত্বজ্ঞানহীনের মতো কাজ করছে। ‘ তার কথায়, ‘ লকডাউন যাতে না করতে হয়। সে জন্যও মানুষকে দায়িত্বশীল হতে হবে। কোভিডের টিকাকরণ প্রক্রিয়া চলছে। গোটা জনসংখ্যার হিসাবে এখনও পর্যন্ত খুব কম সংখ্যক মানুষকেই টিকা দেওয়া সম্ভব হয়েছে। ফলে সংক্রমণ রুখতে সামাজিক দূরত্ব বজায় রাখা, হাতের পরিচ্ছন্নতা বজায় রাখা ইত্যাদি এখনও কঠোরভাবে মেনে চলা দরকার। যা অনেকেই করছেন না। সেই কারণেই কোভিডের সংক্রমণ নতুন করে বাড়ছে। তাই বিভ্রান্ত না ছড়িয়ে সতর্ক হওয়ার পরমর্শ দিয়েছেন রাজ স্বাস্থ্য দফতরের আধিকারিকরা।

Related Articles

Back to top button
error: