HighlightNewsদেশ

দিল্লিতে রাহুল গান্ধীর সঙ্গে নীতীশ-তেজস্বীর বৈঠক: বিহারের মুখ্যমন্ত্রীকে ইউপিএ-র আহ্বায়ক করা হতে পারে

টিডিএন বাংলা ডেস্ক: দিল্লিতে কংগ্রেস নেতা রাহুল গান্ধীর সঙ্গে দেখা করতে পৌঁছন বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমার এবং উপ মুখ্যমন্ত্রী তেজস্বী যাদব। কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গের বাড়িতে এই বৈঠক চলছে।

২০১৪ সালের সাধারণ নির্বাচনের আগে হওয়া এই বৈঠকে কি কি বিষয় নিয়ে আলোচনা হতে পারে তা নিয়ে বিস্তর জল্পনা চলছে। তবে, শোনা যাচ্ছে, নীতীশ কুমারকে উত্তর প্রদেশে ইউপিএ-র আহ্বায়ক করা হতে পারে।

উল্লেখ্য, তিন দিনের দিল্লি সফরে রয়েছেন নীতীশ। নীতীশ কুমারও গতকাল অর্থাৎ মঙ্গলবার দিল্লিতে মিসা ভারতীর বাড়িতে লালু যাদবের সঙ্গে দেখা করেন। নীতীশও আজ তেজস্বী যাদব ও রাজশ্রীর বাড়িতে পৌঁছন। তিনি লালুর নাতনি কাত্যায়নীকে দত্তক নেন।

প্রসঙ্গত, রাজনৈতিক বিশেষজ্ঞদের মতে এই নেতাদের বৈঠক দেশের রাজনীতির জন্য গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছে। বিরোধী ঐক্যের বিষয়ে আজ কোনও পদক্ষেপ নেওয়া হতে পারে বলে জানা গেছে। নীতিশ কুমার আগেও বিরোধী ঐক্যের সমর্থক ছিলেন। এর আগেও, তিনি কংগ্রেসকে সঙ্গে নেওয়ার কথা বলেছেন। তবে, কিছু বিরোধী দল তার প্রস্তাবের বিপক্ষে রয়েছে। আরজেডি ও কংগ্রেস নেতারা বলছেন, নীতীশ ইউপিএ-র বংশ বাড়াতে পারেন। নীতিশ কুমার বিরোধী দলগুলিকে কংগ্রেসের নেতৃত্বে রাজি করাতে পারেন। যতদূর প্রধানমন্ত্রীর দাবি সম্পর্কিত, নীতীশ ইতিমধ্যেই বলেছেন যে তিনি প্রধানমন্ত্রী প্রার্থী নন এবং সিদ্ধান্ত যাই হোক না কেন, ২০২৪ সালের লোকসভা নির্বাচনের পরে নেতা নির্বাচিত হবেন।

Related Articles

Back to top button
error: