Highlightরাজ্য

ভুয়ো ভ্যাকসিন কাণ্ডে এখনই সিবিআই নয়, সিট-এর তদন্তে আস্থা হাইকোর্টের

নিজস্ব সংবাদদাতা, টিডিএন বাংলা, কলকাতা: রাজ্য পুলিশের তদন্ত আস্থা রাখল কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ। ভ্যাকসিন জালিয়াতি নিয়ে করা জনস্বার্থ মামলায় রাজ্যের স্পেশাল তদন্তকারি সংস্থা সিট তদন্তেই আস্থা রাখলেন ডিভিশন বেঞ্চের দুই বিচারপতি ইন্দ্র প্রসন্ন মুখোপাধ্যায়ও বিচাপতি অনিরুদ্ধ রায়। তবে ভবিষ্যতে এই তদন্ত প্রক্রিয়ায় কোনও ত্রুটি বা ফাঁকফোকর সামনে এলে ফের জনস্বার্থ মামলাকারীরা বিষয়টি আদালতের সামনে আনতে পারেন বলেও জানিয়ে দিয়েছে আদালত৷ তবে ভ্যাকসিন কাণ্ডে এই প্রতারণার ঘটনা অত্যন্ত বিরল বলেই পর্যবেক্ষণে জানিয়েছেন দুই বিচারপতি৷

এই মুহূর্তে কসবা ভ্যাকসিন জালিয়াতি কাণ্ডের মুল চক্রি দেবঞ্জন দেব জেল হেফাজতে রয়েছে বলে জানান রাজ্যের অ্যাডভোকেট জেনারেল কিশোর দত্ত। তিনিজানান এস আই টি, পুলিস এবং ,অ্যান্টি চিটিং টিম তদন্ত চালাচ্ছে ।

Related Articles

Back to top button
error: