HighlightNewsরাজ্য

৭৫তম স্বাধীনতা দিবসে হাওড়া স্টেশনে হচ্ছে রেলের ইতিহাস বিষয়ে বিশেষ প্রদর্শনী

টিডিএন বাংলা ডেস্ক: আর মাত্র কয়েকটা দিন, তারপরই অনুষ্টিত হতে চলেছে ভারতের ৭৫তম স্বাধীনতা দিবস। সেই উপলক্ষে হাওড়া রেল স্টেশন কর্তৃপক্ষ রেলের ইতিহাস বিষয়ে হাওড়া স্টেশনে একটি বিশেষ প্রদর্শনী অনুষ্টানের আয়োজন করতে চলেছে। সেই প্রদর্শনী অনুষ্টানে তারা হাওড়া স্টেশনের সূচনা লগ্ন থেকে বিভিন্ন স্মরণীয় ইতিহাস যাত্রীদের কাছে তুলে ধরার সিদ্ধান্ত নিয়েছে। আগামী ১৩ আগস্ট থেকে হাওড়া স্টেশনে শুরু হচ্ছে সেই প্রদর্শনী। প্রথম দিকের ট্রেন, ইঞ্জিন, টিকিট, কোচগুলি কেমন দেখতে ছিল? পুরনো দিনের সঙ্গে বদলে যাওয়া হাওড়া স্টেশনের দিনলিপি এবার যাত্রীদের সামনে তুলে ধরবে রেল।

এই উদ্যোগ প্রসঙ্গে হাওড়ার ডিআরএম মনীশ জৈন বলেন, ‘পুরনো দিনের রেলের ছবির সঙ্গে পুরনো দিনে ব্যবহৃত নানা সামগ্রী নিয়ে এই প্রদর্শীর আয়োজন হবে হাওড়া স্টেশনে। যাত্রীদের সঙ্গে পড়ুয়ারাও জানতে পারবেন কীভাবে ক্রমান্বয়ে ট্রেন, ইঞ্জিন ও সরঞ্জাম বদলেছে সময়ের তালে। পুরনো ইতিহাসকে যাত্রীদের সামনে তুলে ধরাই রেলের উদ্দেশ্য।’

Related Articles

Back to top button
error: