HighlightNewsদেশ

আবারও সম্প্রীতির অনন্য দৃষ্টান্ত তামিলনাড়ুতে, বন্যা কেড়েছে ঘরবাড়ি, খ্রিস্টান-হিন্দুদের মসজিদে থাকা খাওয়ার ব্যবস্থা করল মুসলিম প্রতিবেশীরা

টিডিএন বাংলা ডেস্ক: দেশের চারিদিকে ছড়িয়ে পড়া হিংসা, বিদ্বেষ ও ঘৃণার পরিবেশের মধ্যেই আবারও সম্প্রীতির এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছেন তামিলনাড়ুর মুসলিমরা। বন্যায় বিপর্যস্ত খ্রিস্টান-হিন্দুদের মসজিদে থাকা খাওয়ার ব্যবস্থা করল মুসলিম প্রতিবেশীরা। এই ঘটনা সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ায় সারা দেশের মানুষের প্রশংসা কুড়িয়েছে। জানা গিয়েছে, সাম্প্রতিক ভয়াবহ বন্যা কেড়েছে অসংখ্য মানুষের ঘরবাড়ি, সহায় সম্পত্তি সবই। সর্বস্ব খুইয়ে থাকা খাওয়ার বিষয়ে অনিশ্চ হয়ে পড়েন অসংখ্য মানুষ। এমনই প্রায় এক শতাধিক খ্রিস্টান-হিন্দুদের মসজিদে থাকা ও খাওয়ার ব্যবস্থা করে দিয়েছে মুসলিম প্রতিবেশীরা।

ওই মসজিদ কমিটির এক সদস্য শেখ বদরুদ্দিন সংবাদ মাধ্যমকে জানিয়েছেন, প্রায় ২৫ টি হিন্দু ধর্মাবলম্বী পরিবার সহ আরও ১০০ জনের মসজিদে থাকার বন্দোবস্ত করা হয়েছে। এই বন্যায় বিধ্বস্ত হয়ে যে সমস্ত পরিবার আশ্রয়ের খোঁজ করেছে, তাদের সকলকেই এখানে থাকার ব্যবস্থা করেছে মসজিদ কমিটি। ইসাকিমুথু ও আরুমুগাকানি নামে দুই আশ্রয়প্রার্থী জানিয়েছে, তাদের বাড়ি বন্যায় ভেঙে পড়েছে। গত চার দিন ধরে তাদের খাবার, চায়ের ব্যবস্থা করছে মসজিদ কর্তৃপক্ষ। উগ্রবাদীদের ইসলামোফোবিক প্রপাগান্ডার মাঝে তামিলনাডুর মসজিদের এই সম্প্রীতি বার্তা চোখ জুড়াচ্ছে বলে মনে করছে অনেকে।

Related Articles

Back to top button
error: