HighlightNewsরাজ্য

পঞ্চায়েত নির্বাচনে ‘স্পর্শকাতর’ এলাকায় কেন্দ্রীয় বাহিনী মোতায়েনের নির্দেশ হাই কোর্টে, সাধুবাদ জানাল বিরোধীরা

টিডিএন বাংলা ডেস্ক: পঞ্চায়েত নির্বাচনে যাতে অশান্তি না ছড়ায়, মানুষ নির্বিঘ্নে ভোট দিতে পারে তা নিশ্চিত করতে রাজ্যের সমস্ত ‘স্পর্শকাতর’ এলাকায় কেন্দ্রীয় বাহিনী মোতায়েনের নির্দেশ দিল কলকাতা হাই কোর্ট। হাইকোর্টের এই নির্দেশকে সাধুবাদ জানাল বিরোধীরা। পঞ্চায়েত নির্বাচনের মনোনয়ন জমা দেওয়াকে কেন্দ্র করে রাজ্য জুড়ে সংঘাতের পরিস্থিতি বিরাজমান। ইতিমধ্যেই বিভিন্ন স্থানে মারামারি, গোষ্টি সংঘর্ষ, খুন, জখমের ঘটনা ঘটেছে। তাই শান্তিপূর্ণ নির্বাচন সুনিশ্চিত করতে কেন্দ্রীয় বাহিনী দিয়ে নির্বাচন করার দাবি জানিয়ে কলকাতা হাই কোর্টের দ্বারস্থ হন বিরোধীরা। সেই মামলায় বিরোধীদের দাবি সম্পূর্ণ মেনে নেওয়া না হলেও আংশিক মেনে নিয়ে সব ‘স্পর্শকাতর’ এলাকায় কেন্দ্রীয় বাহিনী মোতায়েনের নির্দেশ দিয়েছে হাই কোর্ট।

যদিও ওই মামলায় বিরোধীদের মনোনয়নের সময়সীমা বৃদ্ধি, নির্বাচন পিছিয়ে দেওয়া সহ অন্যান্য আবেদনে সাড়া দেয়নি হাইকোর্ট। এই বিষয়ে রাজ্য নির্বাচন কমিশনের জারি করা বিজ্ঞপ্তির উপর কোনও রকম হস্তক্ষেপ করতে রাজি হয়নি হাই কোর্টের প্রধান বিচারপতি টি এস শিবজ্ঞানম এবং বিচারপতি হিরণ্ময় ভট্টাচার্যের ডিভিশন বেঞ্চ।

Related Articles

Back to top button
error: