HighlightNewsদেশ

ওয়েসির গাড়িতে হামলা, অল্পের জন্য বাঁচলেন সাংসদ

টিডিএন বাংলা ডেস্ক : উত্তরপ্রদেশে নির্বাচনী প্রচার সেরে ফেরার পথে হামলার শিকার আসাদউদ্দিন ওয়েইসি। সাংসদের অভিযোগ, ৩ থেকে ৪ রাউন্ড গ‍ুলি ছোড়ে দ‍ুষ্কৃতীরা। অল্পের জন্য বড়সড় বিপদের হাত থেকে রক্ষা পান মিম প্রধান। ঘটনার নিরপেক্ষ তদন্তের দাবি জানিয়েছেন ওয়েইসি ও তাঁর দল।

ব‍ুলেটবিদ্ধ এসইউভির ছবি ট‍ুইটারে পোস্ট করেন সাংসদ। দেখা যাচ্ছে, গাড়ির গায়ে দ‍ু জায়গায় ব‍ুলেটের স্পষ্ট চিহ্ন। তৃতীয় ব‍ুলেটটি টায়ারে লাগে। হায়দরাবাদের সাংসদকে দিল্লি ফিরতে হয় অন্য গাড়ি করে। হামলাকারীদের মধ্যে ২ জনকে গ্রেফতার করেছে প‍ুলিশ। উদ্ধার হয়েছে আগ্নেয়াস্ত্র। এই ঘটনাকে কেন্দ্র করে ভোটের মুখে সরগরম উত্তরপ্রদেশ। ওয়েইসির বক্তৃতা শুনে মাথাগরম হয়ে যায়। তারজন্যই তাঁকে হত্যার চক্রান্ত করে তারা। এমনটাই জানিয়েছে অন্যতম অভিযুক্ত শচীন।

পুলিশ সূত্র জানিয়েছে, বেশ কয়েক দিন ধরেই হামলার পরিকল্পনা করছিল শচীন ও শুভম। প‍ুলিশের দাবি, অভিয‍ুক্তরা জানিয়েছে, তারা ওয়েইসির সব জনসভা ও নির্বাচনী প্রচারের সাক্ষী থেকেছে। কিন্তু হামলার সুযোগ পায়নি। বৃহস্পতিবার সন্ধ্যায় সেই স‍ুযোগ তারা পেয়ে যায়। পুলিশ তাদের জেরা করে বের করার চেষ্টা করছে আর কেউ এই হামলার সঙ্গে যুক্ত কিনা এবং তারা কোথা থেকে আগ্নেয়াস্ত্র পেয়েছিল। অভিযুক্তরা জানিয়েছে, তাদের প্রথম থেকেই পরিকল্পনা ছিল ওয়েইসির উপরে গুলি চালিয়ে থানায় গিয়ে আত্মসমর্পণ করার।

হামলার কড়া নিন্দা করেছে এআইএমআইএম নেতারা। কেন বার বার মিম প্রধানের ওপর হামলা হচ্ছে, কারা এর পেছনে? নির্বাচন কমিশনের কাছে নিরপেক্ষ তদন্তের আর্জি জানিয়েছেন দলের নেতারা। কেন্দ্র ও রাজ্যের কাছে নিরপেক্ষ তদন্তের অন‍ুরোধ জানিয়েছেন সাংসদ নিজেও।

Related Articles

Back to top button
error: