HighlightNewsদেশ

পাক কর্নেল ৩০ হাজার টাকা দিয়েছিলেন, এলওসির কাছে ভারতীয় পোস্টে হামলা করতে আসা পাকিস্তানি জঙ্গির স্বীকারোক্তি

টিডিএন বাংলা ডেস্ক: এলওসির কাছে ভারতীয় পোস্টে ২১ অগাস্ট অনুপ্রবেশের চেষ্টা করেছিল পাকিস্তানি জঙ্গি তবরাক। সেসময় ভারতীয় সেনাবাহিনীর গুলিতে আহত হওয়ার পর তাকে আটক করা হয়। তবরাকের কাছ থেকে পাকিস্তানি টাকা উদ্ধার করা হয়েছে।
তবরাক জানিয়েছে, একজন পাকিস্তানি কর্নেল তাকে ভারতীয় পোস্টে আক্রমণ করার জন্য ৩০ হাজার পাকিস্তানি রুপি (ভারতীয় অঙ্কে ১০,৯৮০টাকা) দিয়েছিল।
বেশ কয়েকটি প্রথম সারির সংবাদমাধ্যমে প্রকাশিত ভিডিও অনুসারে,তবরাক এসব কথা স্বীকার করেছে। তাকে রাজৌরিতে নিয়ন্ত্রণ রেখার (এলওসি) কাছে অনুপ্রবেশের সময় গ্রেফতার করা হয়।

একটি সর্বভারতীয় সংবাদমাধ্যমে প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী, ২১ আগস্ট জঙ্গি তবারক হুসেন তার চার থেকে পাঁচ জন কমরেড নিয়ে এলওসি সীমান্তের কাছে অনুপ্রবেশের চেষ্টা করে। তারা যখন ভারতীয় পোস্টের কাছে তার কাটার চেষ্টা করছিল, সেসময় ভারতীয় সেনা তাদের দেখে ফেলে। সৈন্যরা তাকে থামতে বললে তবরাক পালানোর চেষ্টা করে। এরপর গুলিতে আহত হয়ে জীবিত অবস্থায় ভারতীয় সেনার হয়ে ধরা পড়ে। তবরাকের বাকি সঙ্গীরা ঘন জঙ্গলের সুযোগ নিয়ে পালিয়ে যায়। আহত তবরাককে তাৎক্ষণিক চিকিৎসা দেওয়া হয়। উদ্ধারের পর তবরাক জানায়, সে পাকিস্তানের কোটলি জেলার বাসিন্দা। জিজ্ঞাসাবাদের সময় সে ভারতীয় পোস্টে হামলার ষড়যন্ত্রের কথাও জানায়।

জেরায় তবারক হুসেন জানায়, তাকে সেনা চৌকির কাছে হামলা করতে বলা হয়েছিল। বর্তমানে চিকিৎসাধীন তবারক জানিয়েছে, তাকে পাকিস্তানি কর্নেল ইউনুস চৌধুরী পোস্ট আক্রমণ করার জন্য পাঠিয়েছিলেন এবং তাকে ৩০ হাজার পাকিস্তানি রুপি দিয়েছিলেন। তবরাক, তার সঙ্গীদের সাথে, একটি দুটি ফরোয়ার্ড পোস্টও পেয়েছিল, যাতে সে সুযোগ পেলে আক্রমণ করতে পারে। যেদিন তাকে গ্রেফতার করা হয় সেদিনই কর্নেল তাকে এই টার্গেট দিয়েছিলেন বলেও জানিয়েছে তবরাক।

Related Articles

Back to top button
error: