নিজস্ব সংবাদ, টিডিএন বাংলা: পঞ্চায়েত নির্বাচনে প্রত্যেক ভোটকেন্দ্রে কেন্দ্রীয় বাহিনী মোতায়েন না করলে ভোট করাতে যাব না! জেলায় জেলায় বিক্ষোভ সমাবেশ করে জানিয়ে দিলেন ভোটকর্মীরা। ভোটের মনোনয়নপত্র জমা দেওয়া ঘিরে যে ভাবে সংঘর্ষ ছড়িয়ে পড়েছে গোটা রাজ্য জুড়ে। তাতে আতঙ্কিত হয়ে পড়েছেন আমজনতা থেকে শুরু করে ভোটকর্মীরাও। ফলে কেন্দ্রীয় বাহিনী না থাকলে নিজেদের নিরাপত্তা নিয়ে উদ্বিগ্ন ভোটকর্মীরা। তাই এবার রাজ্য জুড়ে বিক্ষোভ শুরু করলেন ডিএ আন্দোলনে অংশগ্রহণ করা সরকারি কর্মচারীদের একাংশ।
প্রত্যেক ভোটকেন্দ্রে কেন্দ্রীয় বাহিনীর মোতায়েনের দাবিতে ব্লকে ব্লকে নির্বাচন আধিকারিকের নিকট গণস্বাক্ষর সহিত ডেপুটেশন দিচ্ছেন তারা। পাশাপাশি কেন্দ্রীয় বাহিনীর দাবিতে সুপ্রিমকোর্টের দ্বারস্থ হয়ে ছিলেন ভোটকর্মীদের একাংশ। আগামীকাল সেই মামলায় সুপ্রিমকোর্টে শুনানির সম্ভাবনা আছে।