HighlightNewsদেশ

অটল বিহারী বাজপেয়ীর ৯৮ তম জন্মদিনে শ্রদ্ধা জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, সুশাসন দিবস পালন করবে বিজেপি

টিডিএন বাংলা ডেস্ক: আজ ভারতের প্রাক্তন প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ীর ৯৮তম জন্মবার্ষিকী। দিল্লিতে অটল স্মৃতিসৌধে পৌঁছে শ্রদ্ধা নিবেদন করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু সহ একাধিক বিজেপি নেতা।
এর আগে, প্রধানমন্ত্রী মোদী একটি ভিডিও টুইট করে লেখেন, অটলজিকে তাঁর জন্মবার্ষিকীতে অভিনন্দন। ভারতে তাঁর অবদান অপরিসীম। তাঁর নেতৃত্ব এবং দৃষ্টি লক্ষ লক্ষ মানুষকে অনুপ্রাণিত করে।
উল্লেখ্য, অটল বিহারী বাজপেয়ীর জন্মবার্ষিকী উপলক্ষে আজ সুশাসন দিবস হিসেবে পালন করবে বিজেপি। সমস্ত বুথে বড় পরিসরে অটল জয়ন্তী পালনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ওই অনুষ্ঠানে প্রাক্তন প্রধানমন্ত্রীর কবিতা নিয়ে কাব্যঞ্জলি অনুষ্ঠানের আয়োজন করা হবে।

Related Articles

Back to top button
error: