লখিমপুরের ঘটনায় ‘খালিস্তানি যোগ ‘ খুঁজে পেল পুলিশ

টিডিএন বাংলা ডেস্ক : লখিমপুর খেরির উত্তাপ এখনও চড়া। দিকে দিকে প্রতিবাদ। রাজনীতিবিদদের কর্মসূচি। এরই মাঝে রবিবার হিংসার ঘটনায় খালিস্তানি তত্ত্ব দিল পুলিশ। বিরোধীদের একাংশ অবশ্য একে বিজেপির ড্যামেজ কন্ট্রোলের অংশ বলে মনে করছে।

৮টি জলজ্যান্ত প্রাণ চলে গেছে রবিবার। এখনও গ্রেফতার হননি মূল অভিযুক্ত মন্ত্রীর ছেলে। ময়নাতদন্তের রিপোর্ট নিয়েও অভিযোগ রয়েছে স্বজনহারা পরিবারের। এসবের মধ্যে পুলিশ হাজির করেছে নতুন তত্ত্ব। একাধিক সংবাদ মাধ্যমের দাবি, কৃষকদের অনেকেই বলছেন গোটা ঘটনায় হিংসা ছড়ানোতে কোনও কৃষক জড়িত নন। যারা হিংসা ছড়িয়েছে, তাদের হাতে অস্ত্র ছিল। কারা এরা? সূত্রের খবর, পুলিশ নাকি খালিস্তানি জঙ্গিদের একটি হোয়াটসঅ্যাপ গ্রুপের সন্ধান পেয়েছে। সেখানে লখিমপুরের ঝামেলা পাকানোর ছক করা হয়েছিল।

বিরোধীরা এই যুক্তি মানতে নারাজ। এটা আসলে বিজেপির ড্যামেজ কন্ট্রোল এর একটা অংশ বলে মনে করছেন তারা। ঝামেলা পাকানোর জন্য এখানকার কৃষকরা দায়ী নন। বরং বিরোধী কিছু দলের ইন্ধন দায়ি। মঙ্গলবার এমনটাই বলেছিলেন আরএসএস ঘনিষ্ট ভারতীয় কিষান সঙ্ঘ। এর পর এল খালিস্তানি যোগ। প্রশ্ন উঠছে, ওখানে যে খালিস্তানিরা ঝামেলা পাকাতে চাইছে, সেই খবর পুলিশ কিংবা আইবি কেন পেল না? সন্দেহভাজন হোয়াটসঅ্যাপ গ্রুপ নিয়েও বিস্তর ধোঁয়াশা রয়েছে।