HighlightNewsরাজ্য

রাজ্যজুড়ে অকাল বৃষ্টি ভ্রুকুটি, ২৩-২৪ বৃষ্টি দক্ষিণবঙ্গে

টিডিএন বাংলা ডেস্ক : ভরা মাঘেও বৃষ্টি পিছু ছাড়ছে না রাজ্যের। বৃহস্পতিবার উত্তরবঙ্গের দার্জিলিং, কালিম্পং ও জলপাইগুড়ি জেলার বেশিরভাগ এলাকাতেই বৃষ্টি হয়েছে। আজ থেকে আবার দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলায় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তাপমাত্রার পারদও চড়বে গোটা রাজ্যজুড়ে। পূর্বাভাস আলিপুর আবহাওয়া দফতরের।

শীতকালেও পারফরম্যান্স বজায় রাখল বৃষ্টি। সেপ্টেম্বরে সরকারিভাবে বর্ষা বিদায় নিয়েছে। কিন্তু অক্টোবর নভেম্বর মাস তো বটেই, এমনকী ডিসেম্বর মাসেও বৃষ্টি বাংলার পিছু ছাড়েনি। জানুয়ারির শেষ সপ্তাহেও আকাশে ঘনিয়ে আসছে মেঘ। মৌসম ভবন জানিয়েছে, রাজ্যের পূর্ব দিকে বাংলাদেশের ওপর একটি ঘূর্ণাবর্ত তৈরি হতে চলেছে। এর পাশাপাশি উত্তর-পশ্চিমে আফগানিস্তান ও পাকিস্তানের উপর একটি পশ্চিমী ঝঞ্ঝা তৈরি হয়েছে। দক্ষিণ-পশ্চিম রাজস্থানের ওপর আরও একটি পশ্চিমী ঝঞ্ঝা তৈরি হওয়ার মুখে। পূর্বে বঙ্গোপসাগর এবং পশ্চিমের আরব সাগর থেকে প্রচুর পরিমাণ জলীয়বাষ্প দেশে ঢুকতে শুরু করেছে। ফলে আগামিকাল থেকে মঙ্গলবার পর্যন্ত বাংলার বিভিন্ন অংশের বৃষ্টির সম্ভাবনা প্রবল হচ্ছে।

আলিপুর হাওয়া অফিস জানিয়েছে, উত্তরবঙ্গে ২২-২৪ জানুয়ারি বৃষ্টি হবে। দক্ষিণবঙ্গে বৃষ্টি হতে পারে ২৩ ও ২৪ জানুয়ারি।

Related Articles

Back to top button
error: