টিডিএন বাংলা ডেস্ক: ‘বকেয়া ডিএ’র দাবিতে আন্দোলনরত সরকারি কর্মীদের দাবি মেনে যদি বকেয়া ডিএ দেওয়া হয় তাহলে ভবিষ্যতে অর্থাভাবে লক্ষ্মীর ভান্ডার, কন্যাশ্রী, স্বাস্থ্যসাথীর মত সামাজিক উন্নয়ন মূলিক প্রকল্পগুলি বন্ধ হয়ে যাবে!’ ‘দিদির সুরক্ষা কবচ’ কর্মসূচিতে উত্তর ২৪ পরগনার খড়দহের পাতুলিয়া পঞ্চায়েত এলাকায় এসে এমনই মন্তব্য করলেন রাজ্যের কৃষিমন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায়। তাঁর কথায়, “এই ডিএ-টি দিতে গেলে লক্ষ্মীর ভান্ডারের টাকাটা বন্ধ হয়ে যেতে পারে। স্বাস্থ্যসাথীর কার্ডটা বন্ধ হয়ে যেতে পারে। কন্যাশ্রীর টাকাটা বন্ধ হয়ে যেতে পারে।” এরপরই তিনি বলেন, “আপনি আপনার বুকে হাত রেখে বাড়িতে গিয়ে ভাববেন, শোভনদেববাবু যে কথাটা বললেন, যে গরিবের কথাটা মমতা বন্দ্যোপাধ্যায় ভাববেন, না কি যে লোকটা (সরকারি কর্মচারী) ইতিমধ্যেই পাচ্ছেন তাঁকে একটু বেশি পয়সা দেবেন? কোনটা ঠিক সেটা আপনারা বিচার করে নেবেন।”
Related Articles
হরিয়ানায় নিহত সাবির মল্লিকের পরিবারের সাথে জামাআত নেতৃত্বের সাক্ষাৎ, ন্যায়বিচার দাবি
2 September 2024
পশ্চিমবঙ্গে তৃণমূল কংগ্রেস ও বিজেপির পারস্পরিক বোঝাপড়া ও মেরুকরণ আবারও সামনে চলে এসেছে: আইএসএফ
5 June 2024