HighlightNewsদেশ

বৃহত্তর টিপ্রাল্যান্ড ছাড়া টিপ্রার সমস্ত দাবি মেনে নিতে প্রস্তুত, জানিয়েছে বিজেপি

টিডিএন বাংলা ডেস্ক: বৃহত্তর টিপ্রাল্যান্ড ছাড়া টিপ্রার সমস্ত দাবি মেনে নিতে প্রস্তুত বিজেপি। একটি সর্বভারতীয় সংবাদ সংস্থার প্রতিবেদন অনুযায়ী, বিজেপির তরফে এমনটা জানানো হয়েছে।
প্রসঙ্গত, রাজকীয় বংশোদ্ভুত প্রদ্যোত কিশোরের টিপরা মোথা পার্টি আজকের নির্বাচনের ফলাফলের পর ত্রিপুরায় কিংমেকার হিসাবে আবির্ভূত হয়েছে৷ এই পরিস্থিতিতে, বিজেপি, বিধানসভায় অর্ধেক পথচিহ্ন অতিক্রম করার পর জানিয়েছে, যে তারা বৃহত্তর টিপ্রাল্যান্ড ছাড়া টিপরা মোথার সমস্ত দাবি মেনে নিতে প্রস্তুত।
একটি সর্বভারতীয় সংবাদ সংস্থার প্রতিবেদনে দাবি করা হয়েছে, প্রদ্যোত দেববর্মার ত্রিপুরা মোথা পার্টি (টিপিএম) বিজেপিকে সমর্থন ঘোষণা করেছে। প্রদ্যোত দেববর্মা জানিয়েছেন, বিজেপি যদি আদিবাসীদের জন্য দৃঢ়ভাবে আমাদের পাশে দাঁড়ায় তাহলে আমরা সমর্থন করব।

উল্লেখ্য, ত্রিপুরা বিধানসভা নির্বাচনের সর্ব শেষ প্রাপ্ত ফলাফল অনুযায়ী, বিদায়ী মুখ্যমন্ত্রী মানিক সাহা টাউন বারদোয়ালি আসনে জয়ী হয়েছেন। অন্যদিকে, চারিলাম কেন্দ্রে এগিয়ে রয়েছেন উপমুখ্যমন্ত্রী জিষ্ণু দেববর্মা। প্রারম্ভিক লিডের পতনের পর বিজেপি ফের লিড নিয়েছে, রাজকীয় বংশোদ্ভূত প্রদ্যোত কিশোরের টিপরা মোথা পার্টি প্রাথমিক প্রবণতায় ১১টি আসনে এগিয়ে যাওয়ার ফলে ৬০টি আসনের মধ্যে ৩৩টিতে এগিয়ে রয়েছে। সিপিআই(এম) ১১টি আসনে এগিয়ে থাকলেও কংগ্রেস ৪টি আসনে এগিয়ে রয়েছে। মুখ্য নির্বাচনী আধিকারিক (সিইও) গিত্তে কিরণকুমার দিনাকররাও বলেছেন, ২১টি স্থানে গণনা চলছে এবং ৫-৮ রাউন্ড গণনার পরে দুপুরের দিকে প্রবণতা পরিষ্কার হবে বলে আশা করা হচ্ছে। উল্লেখ্য, কেন্দ্রীয় মন্ত্রী প্রতিমা ভৌমিক সিপাহীজলা জেলার ধনপুর আসন থেকে লড়ছেন। অন্যদিকে, সিপিআই(এম) রাজ্য সম্পাদক জিতেন্দ্র চৌধুরী সাব্রুম আসন থেকে প্রতিদ্বন্দ্বিতা করছেন।

Related Articles

Back to top button
error: