HighlightNewsরাজ্য

গঙ্গা ভাঙনে বিপর্যস্ত সামসেরগঞ্জ, ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শনে এসে ব্যাপক বিক্ষোভের মুখে সেচ দপ্তরের প্রতিমন্ত্রী ও বিডিও

নিজস্ব সংবাদ, টিডিএন বাংলা: বেশ কয়েক দিন আগে থেকে শুরু হওয়া গঙ্গা ভাঙনের ফলে বিপর্যস্ত হয়ে পড়েছেন সামসেরগঞ্জের বেশ কিছু এলাকার স্থানীয় বাসিন্দারা। কিন্তু এখনও পর্যন্ত সরকারি ভাবে তারা তেমন কোনো সহযোগিতা পাননি বলে অভিযোগ স্থানীয়দের। এমতাবস্থায় ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শনে এসে ব্যাপক বিক্ষোভের মুখে পড়লেন সেচ দপ্তরের প্রতিমন্ত্রী, বিডিও সহ প্রশাসনিক কর্মকর্তারা। বিক্ষোভ রুখতে চেষ্টা করা হলে আন্দোলনকারীদের সঙ্গে শুরু হয় বচসা। উত্তেজনা চরমে পৌঁছানোর কারণে এক পর্যায়ে হাতাহাতি সংঘর্ষে জড়িয়ে পড়েন তারা। শুরু হয় ইট পাটকেল ছোড়াছুড়ি। এই সংঘর্ষের মধ্যেই মাথা ফাটে একজনের। তড়িঘড়ি মন্ত্রীকে নৌকা করে অন্যত্র নিয়ে যাওয়া হয়। ঘটনাস্থলে আসে বিশাল পুলিশ বাহিনী। এদিকে বিক্ষোভ নিয়ে কার্যত কাদা ছোড়াছুড়ি শুরু হয়েছে শাসক দল তৃণমূল কংগ্রেস ও বিরোধী দল সিপিএমের মধ্যে।

বিগত কয়েক বছর ধরেই গঙ্গা ভাঙনের ফলে চরম ক্ষতির সম্মুখীন হচ্ছে মুর্শিদাবাদের বিভিন্ন এলাকা। বারবার স্থানীয়রা ভাঙন প্রতিরোধে সরকারের কাছে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের দাবি জানালেও আজও পর্যন্ত দীর্ঘস্থায়ী সমাধানের মতো কোনো ব‍্যবস্থাই গ্ৰহণ করা হয়নি বলে অভিযোগ তুলেছেন স্থানীয় বাসিন্দারা। এই নিয়ে দীর্ঘদিন ধরেই ক্ষোভে ফুঁসছেন ক্ষতিগ্রস্ত এলাকাবাসী। এরই মধ্যে এদিন সামসেরগঞ্জের প্রতাপগঞ্জ নামক গঙ্গা ভাঙন কবলিত এলাকা পরিদর্শনে এসে ব্যাপক বিক্ষোভের মুখে পড়লেন
রাজ্যের সেচ দপ্তরের প্রতিমন্ত্রী সাবিনা ইয়াসমিন। শনিবার সামসেরগঞ্জের প্রতাপগঞ্জ এলাকা পরিদর্শন করেন তিনি। এসময় উপস্থিত ছিলেন জঙ্গিপুরের এসডিও শিনজন শেখর, সামসেরগঞ্জের বিধায়ক আমিরুল ইসলাম, বিডিও কৃষ্ণ চন্দ্র মুন্ডা সহ অন্যান্য প্রশাসনিক কর্মকর্তারা। তাদের ভাঙন পরিদর্শনের সময়ই গ্রামবাসীরা বিক্ষোভ দেখাতে শুরু করেন।

Related Articles

Back to top button
error: