HighlightNewsদেশ

জয়ললিতার মৃত্যুর জন্য অভিযুক্ত শশীকলা, তাঁদের মধ্যে সম্পর্ক ভালো ছিল না, সন্দেহের তালিকায় চিকিৎসক ও কর্মকর্তারাও, রিপোর্ট তদন্ত কমিটির

টিডিএন বাংলা ডেস্ক: তামিলনাড়ুর প্রাক্তন মুখ্যমন্ত্রী জে জয়ললিতার মৃত্যু মামলার তদন্ত রিপোর্ট প্রকাশ্যে এসেছে। রিপোর্টে জয়ললিতার ঘনিষ্ঠ বন্ধু শশিকলার ভূমিকা নিয়ে সন্দেহ প্রকাশ করা হয়েছে। একই সঙ্গে তাঁর ব্যক্তিগত চিকিৎসক সহ একজন ঊর্ধ্বতন কর্মকর্তার ভূমিকা নিয়েও সন্দেহ প্রকাশ করা হয়েছে। জয়ললিতার মৃত্যুর তদন্তে অবসরপ্রাপ্ত বিচারপতি এ.কে. অরুমুঘাসামীর সভাপতিত্বে একটি এক সদস্যের কমিটি গঠন করা হয়। এই কমিটি রাজ্য সরকারের কাছে ৫০০ পৃষ্ঠার একটি রিপোর্ট পেশ করেছে।

ওই রিপোর্টে বলা হয়েছে, জয়ললিতা ও শশিকলার মধ্যে ভালো সম্পর্ক ছিল না। তাঁর মৃত্যুর বিস্তারিত তদন্ত হওয়া উচিত। রিপোর্টে আরও বলা হয়েছে, স্বাভাবিক মৃত্যু না হয়ে অপরাধ হিসেবে তদন্ত করতে হবে।

প্রসঙ্গত, ২০১৭ সালে, সুপ্রিম কোর্ট শশিকলাকে বেমানান সম্পদের মামলায় দোষী সাব্যস্ত করে এবং তাঁকে চার বছরের কারাদণ্ড দেয়।

উল্লেখ্য, ২০১৬ সালের ৫ ডিসেম্বর জয়ললিতা চেন্নাইয়ের অ্যাপোলো হাসপাতালে মারা যান। তিনি প্রায় ২ মাস হাসপাতালে ভর্তি ছিলেন। সেসময় তিনি মুখ্যমন্ত্রী ছিলেন। তাঁর মৃত্যুর পর মেডিকেল বুলেটিনে হার্ট অ্যাটাকের কথা বলা হয়েছিল। এরপর, জয়ললিতার দল এআইএডিএমকে-র অনেক নেতাই তাঁর মৃত্যু নিয়ে প্রশ্ন তোলেন। নেতারা জানান, জয়ললিতার সহযোগী শশীকলা ও তাঁর পরিবারের সদস্যরা বিষয়টি নিয়ে অনেক কিছু গোপন করেছেন। এর পরে, পাল্লানিস্বামী সরকার তদন্ত শুরু করে।

Related Articles

Back to top button
error: