HighlightNewsদেশ

ভীত সন্ত্রস্ত লোভী লোকেরা নিজেদের সুবিধার জন্য স্বৈরাচারী ক্ষমতার গুণগান গাইছে, পওয়ার-আদানির ছবি শেয়ার করে বলেছেন অলকা লাম্বা

টিডিএন বাংলা ডেস্ক: ‘আজ ভীত সন্ত্রস্ত লোভীরা ব্যক্তিগত স্বার্থে স্বৈরাচারী ক্ষমতার জয়গান গাইছে। রাহুল গান্ধী একাই লড়ছেন দেশের মানুষের লড়াই। পুঁজিবাদী চোরদের সঙ্গে এবং চোরদের রক্ষাকারী প্রহরীদের সঙ্গে। কংগ্রেস নেত্রী অলকা লাম্বা তাঁর সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে এই পোস্টটি করেছেন। একইসঙ্গে, তিনি এনসিপি নেতা শরদ পওয়ার এবং গৌতম আদানির ছবিও শেয়ার করেছেন। এই বক্তব্য প্রসঙ্গে বিজেপির প্রশ্ন, এটা কি কংগ্রেসের বক্তব্য, তারপরই নিজের এহেন মন্তব্যের কারণ স্পষ্ট করেন অলকা লাম্বা।

উল্লেখ্য, বিরোধীরা আদানি-হিন্ডেনবার্গ বিষয়ের তদন্তের জন্য কেন্দ্রীয় সরকারের কাছে একটি যৌথ সংসদীয় কমিটি (জেপিসি) ক্রমাগত দাবি করে আসছে। এই কারণে সংসদের বাজেট অধিবেশনও হইচইয়ের শিকার হয়। দু’দিন আগে, এনসিপি প্রধান শরদ পাওয়ার এনডিটিভিকে দেওয়া একটি সাক্ষাত্কারে জেপিসির জন্য বিরোধীদের দাবিকে ভুল বলে অভিহিত করেছেন এবং সুপ্রিম কোর্টের তদন্ত কমিটিকে যথেষ্ট বলে জানিয়েছেন।

শরদ পওয়ার বলেছিলেন, সমস্ত বিরোধীরা জেপিসি সম্পর্কে বলেছেন, এটি সত্য। আমাদের দলও এর সঙ্গে জড়িত, এটাও সত্য। তবে জেপিসি গঠনে ২১ জন থাকবেন এবং এর মধ্যে ১৫ জন হবেন ক্ষমতাসীন দলের। বিরোধী দল থেকে যদি মাত্র ৫-৬ জন থাকে, তাহলে তারা কীভাবে সত্যকে সামনে আনবেন। তাই আমি বলছি, কমিটি গঠনের জন্য সুপ্রিম কোর্টের দেওয়া দ্বিতীয় বিকল্পটিই ভালো।

পওয়ারের এই বক্তব্যের পর অলকা লাম্বা শারদ পাওয়ার এবং গৌতম আদানির ছবি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেন। ছবি শেয়ার করতে গিয়ে অলকা লিখেছেন, ‘আজকে শুধু ভীত সন্ত্রস্ত লোভীরাই ব্যক্তিগত স্বার্থে স্বৈরাচারী ক্ষমতার জয়গান গাইছে। একমাত্র রাহুল গান্ধীই দেশের মানুষের লড়াই লড়ছেন, পুঁজিবাদী চোরদের বিরুদ্ধে এবং চোরদের রক্ষাকারী প্রহরীর বিরুদ্ধে।

Related Articles

Back to top button
error: