রাজ্য

বালাসোরে ট্রেন দুর্ঘটনায় সাত আধিকারিক বরখাস্ত

টিডিএন বাংলা ডেস্ক: ২ জুন ওড়িশার বালাসোরে হওয়া ট্রেন দুর্ঘটনায় বুধবার সিবিআই সাতজন অফিসারকে সাসপেন্ড করেছে। এর মধ্যে পাঁচদিন আগে গ্রেপ্তার হওয়া তিনজন রেলকর্মীও রয়েছেন। ৭ জুলাই রেলের তিন কর্মচারীকে গ্রেফতার করে সিবিআই। এর মধ্যে রয়েছেন সিনিয়র সেকশন ইঞ্জিনিয়ার অরুণ কুমার মোহন্ত, সেকশন ইঞ্জিনিয়ার মোহাম্মদ আমির খান ও টেকনিশিয়ান পাপ্পু কুমার। তিনজনের বিরুদ্ধেই অনিচ্ছাকৃত হত্যা এবং প্রমাণ নষ্ট করার অভিযোগ রয়েছে। সূত্রের খবর অনুযায়ী, এই তিনজনের গাফিলতিতেই এই দুর্ঘটনা ঘটেছে। সূত্রের আরও দাবি, অভিযুক্ত তিনজনই জানতেন তাঁদের অবহেলায় বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে।
উল্লেখ্য, এই ট্রেন দুর্ঘটনায় ২৯৩ জনেরও বেশি মানুষ মারা যান এবং এক হাজারেরও বেশি আহত হন। রেলওয়ে বোর্ড জানিয়েছিল, করোমন্ডেল এক্সপ্রেসের সাথে ট্র্যাকে দাঁড়িয়ে থাকা একটি পণ্য ট্রেনের সংঘর্ষে হয়, এরপর বেঙ্গালুরু-হাওড়া সুপারফাস্ট করোমন্ডেলের সাথে বগিগুলির ধাক্কা লাগে। এই দুর্ঘটনার তদন্ত করছে সিবিআই। রেলওয়ে বোর্ডের তরফে কমিশনার অফ রেলওয়ে সেফটি দ্বারা একটি তদন্তও করা হয়েছে। ৩ জুলাই, সিআরএস বোর্ডে ৪০ পৃষ্ঠার একটি প্রতিবেদন জমা দেয়। রিপোর্ট অনুসারে, লেভেল-ক্রসিং লোকেশন বক্সের ভিতরে তারের ভুল লেবেলিংয়ের কারণে স্বয়ংক্রিয় সিগন্যালিং সিস্টেমটি খারাপ হয়ে গেছে। যা দুর্ঘটনার কারণ। ক্রসিং লোকেশন বাক্সে তারের ভুল লেবেলিং বছরের পর বছর ধরে ধরা পড়েনি। এটি রক্ষণাবেক্ষণের সময়ও ভুল হয়েছে।

Related Articles

Back to top button
error: