Highlightদেশ

‘লজ্জাজনক’, ধনখড়কে নকলের অভিযোগ, কল্যাণ, রাহুলের ব্যবহারের সমালোচনা উপরাষ্ট্রপতির

টিডিএন বাংলা ডেস্ক : সাসপেন্ড হওয়ার সাংসদদের ফেরানোর দাবিতে মঙ্গলবার সংসদের বাইরে অবস্থানে বসেন বিরোধীরা। মঙ্গলবার সংসদের বাইরে যখন বিরোধীরা অবস্থান শুরু করেন, সেই সময় কল্যাণ বন্দ্যোপাধ্যায়কে দেখা যায় একেবারে অন্য রূপে। তৃণমূল কংগ্রেস সাংসদ কাউকে নকল করছেন বলে ধারনা হয়। কল্যাণ যেভাবে হাত নাড়িয়ে কথা বলতে শুরু করেন, তাতে তিনি উপরাষ্ট্রপতি জগদীপ ধনখড়কেই নকল করছেন বলে অনেকের দাবি। কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের অভিনয় দেখে সেখানে হাজির অনেককে হাসতে দেখা যায়।অন্যদিকে রাহুল গান্ধীকেও দেখা যায়, কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের ওই অভিনয় রেকর্ড করতে। যা প্রকাশ্যে আসতেই তা নিয়ে রাজনৈতিক চর্চা শুরু হয়ে যায়। যে বিষয়ে শেষ পর্যন্ত মুখ খোলেন জগদীপ ধনখড়। তিনি বলেন, ‘যা হয়েছে তা অত্যন্ত অসম্মানজনক এবং বিরক্তিকর। মঙ্গলবারের এই ঘটনা একেবারেই গ্রহণযোগ্য নয়’ বলেও মন্তব্য করেন ধনখড়। পাশাপাশি তিনি আরও বলেন, ‘একজন সাংসদ তাঁকে নকল করলেন, অন্যজন তার ভিডিয়ো করলেন। যা গ্রহণযোগ্য নয়’ বলে ক্ষোভ প্রকাশ করেন জগদীপ ধনখড়।সম্প্রতি সংসদে নিরাপত্তা বিঘ্নিত হওয়ার জেরে তুমুল হই হট্টগোল শুরু হয়। যার জেরে একাধিক সাংসদকে সাসপেন্ড করা হয়। নিরাপত্তায় বিঘ্নের জেরে যখন অধিবেশন চলাকালীন সভা মুলতুবি হতে শুরু করে, তখন একের পর এক সাংসদকে সাসপেন্ড করা হয়। ওই ঘটনার প্রতিবাদে মঙ্গলবার সংসদের বাইরে মকরদ্বারের সামনে অবস্থান শুরু করেন বিরোধীরা।

Related Articles

Back to top button
error: