Highlightদেশ

শিবসেনার অ্যাসেম্বলি অফিসে মিটিং করতে পৌঁছল শিন্ডে গোষ্ঠী: প্রতীক ছিনিয়ে নেওয়া হয়েছে কিন্তু ঠাকরের নাম কেউ ছিনিয়ে নিতে পারবে না, নির্বাচন কমিশন ভেঙে দেওয়া উচিত, বললেন উদ্ধব

টিডিএন বাংলা ডেস্ক: উদ্ধব ঠাকরে সোমবার বিকেলে মুম্বইয়ের শিবসেনা ভবনে তার দলের সাথে বৈঠকের জন্য পৌঁছন। এই সময় তাঁর সমর্থকরা শিন্ডের বিরুদ্ধে স্লোগান তোলেন। শিবসেনার নাম এবং ধনুক ও তীর প্রতীক পাওয়ার পর, শিন্ডে গোষ্ঠী এদিন মহারাষ্ট্র বিধানসভায় শিবসেনার অফিস দাবি করেছে। এ বিষয়ে উদ্ধব ঠাকরে বলেন, আমাদের দলের নাম ও নির্বাচনী প্রতীক কেড়ে নেওয়া হয়েছে, কিন্তু ঠাকরের নাম কেউ কেড়ে নিতে পারবে না। নির্বাচন কমিশন ভেঙে দিতে হবে।
উদ্ধব আরও বলেন, নির্বাচন কমিশনের সিদ্ধান্তের বিরুদ্ধে আমরা সুপ্রিম কোর্টে গিয়েছি। মহারাষ্ট্রে যা চলছে তা বন্ধ করা না হলে ২০২৪ সালের লোকসভা নির্বাচন হতে পারে দেশের শেষ নির্বাচন। এর পর এখানে স্বৈরাচার চলবে।
উল্লেখ্য, শিন্ডে গোষ্ঠীকে শিবসেনার নাম-চিহ্ন দেওয়ার বিরুদ্ধে উদ্ধব গোষ্ঠীর আবেদনের উপর জরুরী শুনানি দিতে সুপ্রিম কোর্ট সোমবার প্রত্যাখ্যান করেছে। আগামীকাল আবার আবেদন করতে বলেছে আদালত।

Related Articles

Back to top button
error: