HighlightNewsরাজ্যশিক্ষা ও স্বাস্থ্য

বাবা হারানোর শোকের মধ্যেই মাধ্যমিকে পঞ্চম মুর্শিদাবাদের শুভ্র দত্ত, বাবার স্বপ্ন পুরনে ডাক্তার হতে চায় সে

নিজস্ব সংবাদ, টিডিএন বাংলা: মধ্যশিক্ষা পর্ষদের পক্ষ থেকে আজ ৩ জুন শুক্রবার সকাল ৯টায় সাংবাদিক বৈঠকের মাধ্যমে প্রকাশ করা হল মাধ্যমিক ২০২২ এর ফলাফল। প্রতি বছরের ন্যায় এ বছরও প্রকাশ করা হলো প্রথম এক থেকে দশের মধ্যে থাকা পরীক্ষার্থীদের মেধা তালিকা। সেই মেধা তালিকা প্রকাশিত হতেই আনন্দে মাতলেন মুর্শিদাবাদের বহরমপুরের শুভ্র দত্তের পরিবার। সে এই বছর মাধ্যমিকে ৬৮৯ নম্বর পেয়ে রাজ্যে যৌথভাবে পঞ্চম স্থান অধিকার করেছে। পাশাপাশি সে মুর্শিদাবাদ জেলার মধ্যে প্রথম স্থান অধিকার করেছে। তাঁর এই সাফল্যে খুশি তার পরিবার, প্রতিবেশী থেকে শুরু করে এলাকাবাসী।

শুভ্র দত্তের পরিবার সূত্রে খবর, শুভ্র দত্তের বাবা সুব্রত দত্তের মৃত্যুর কারণে খুবই শোকের মধ্যে ছিল ছেলে। কিন্তু সেই শোকের মধ্যে থেকেই সে পড়া শোনা চালিয়ে যায়। তার বাবার স্বপ্ন ছিল ছেলে বড় হয়ে ডাক্তার হবে। বাবার সেই স্বপ্ন পুরনে লক্ষ্যেই সে সমস্ত কিছু কে পিছনে ফেলে পড়াশোনা যারি রাখে। এখন ৬৮৯ নম্বর পেয়ে রাজ্যে যৌথভাবে পঞ্চম স্থান অধিকার করে ডাক্তার হতে চায় সে। সে তার এই সাফল্যের জন্য তার স্কুল ঈশ্বর চন্দ্র ইনস্টিটিউটের শিক্ষকদের ধন্যবাদ জানায়। তবে তার এই সাফল্যের পিছনে বাবা সুব্রত দত্তের ভূমিকাকেই বড় করে দেখছে সে।

Related Articles

Back to top button
error: