HighlightNewsরাজ্য

রাজ্য জুড়ে মাধ্যমিকে উত্তীর্ণ কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দিল এসআইও

আব্দুস সালাম টিডিএন বাংলা: প্রতি বছরের ন্যায় এই বছরও মাধ্যমিক পরীক্ষার ফলাফল প্রকাশিত হওয়ার পরপরই রাজ্য জুড়ে মাধ্যমিকে সফল ভাবে উত্তীর্ণ মেধাতালিকায় স্থান পাওয়া কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দিল ছাত্র সংগঠন স্টুডেন্টস ইসলামিক অর্গানইজেশন অফ ইন্ডিয়া বা এসআইও। মাধ্যমিকে রাজ্যে তৃতীয় স্থান অধিকার করেছেন উত্তর ২৪ পরগনা জেলার বেড়াচাঁপা দেউলিয়া উচ্চ বিদ্যালয়ের ছাত্র সৌম্যদীপ মল্লিক। এদিন ফল প্রকাশের কিছুক্ষণের মধ্যেই সৌম্যদীপ মল্লিক ও তার পরিবারের সঙ্গে সাক্ষাৎ করে সৌম্যদীপের এই সাফল্যে অত্যন্ত আনন্দ ও গর্ব প্রকাশ করেছেন সংগঠনটির নেতারা।’

সংবর্ধনা প্রদানের সময় কৃতি ছাত্র সৌম্যদীপ মল্লিক এর সঙ্গে ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে তাৎক্ষনিক আলোচনা হয়। সৌম্যদীপ মল্লিক আগামী দিনে ইঞ্জিনিয়ারিং নিয়ে পড়াশোনা করতে চায়। আলাপ চারিতার সময় সৌম্যদীপ মল্লিক জানান সে সমাজের জন্য কাজ করতে চায়, আগামিতে প্রতিস্ঠিত হয়ে বিশেষ করে সমাজের গরিব ছাত্র ছাত্রীদের পাশে দাঁড়াতে চান। সংগঠনের পক্ষ থেকে কৃতি ছাত্র সৌম্যদীপ মল্লিক এর সোনালী ভবিষ্যৎ এর শুভেচছা জানানো হয়। পাশাপাশি সমাদৃতি সেনের সঙ্গে রাজ্যে ষষ্ঠ স্থান অধিকারী বনগাঁ কুমোদিনী বালিকা উচ্চ বিদ্যালয়েরই ছাত্রী বিদিশা কুন্ডুকেও সংবর্ধিত করা হয়।

এছাড়াও মাধ্যমিক পরীক্ষায় রাজ্যে যুগ্মভাবে অষ্টম স্থান অধিকার করেছেন কোচবিহার জেলার দিনহাটা গোপালনগর হাই স্কুলের ছাত্রী প্রত্যুশা বর্মন | এসআইও কোচবিহার জেলার পক্ষ থেকে তাঁকে সংবর্ধনা দেওয়া হল এবং রাজ্য সভাপতির শুভেচ্ছা বার্তা, চারাগাছ ও কিছু বই উপহার দেওয়া হয় | সংগঠন টির তরফে জানানো হয়েছে এই ভাবে মেধাতালিকায় স্থান পাওয়া কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দেওয়া অব্যাহত থাকবে।

Related Articles

Back to top button
error: