HighlightNewsদেশ

কিছু অবসরপ্রাপ্ত বিচারক ভারতবিরোধী দলের অংশীদার হয়ে গিয়েছেন, বললেন আইনমন্ত্রী করেন রিজিজু

টিডিএন বাংলা ডেস্ক: কিছু অবসরপ্রাপ্ত বিচারক ভারতবিরোধী দলের অংশীদার হয়ে গিয়েছেন। সম্প্রতি এমনই বিতর্কিত মন্তব্য করেছেন আইনমন্ত্রী কিরন রিজিজু। রিজিজু বলেন, ‘দেশের ভিতরে এবং বাইরে ভারত বিরোধী শক্তি একই ভাষা ব্যবহার করে যে গণতন্ত্র হুমকির মুখে’। কেন্দ্রীয় আইনমন্ত্রীর এহেন বিতর্কিত মন্তব্যের নিন্দা করেছেন সুপ্রিম কোর্ট ও হাইকোর্টের সাড়ে তিনশোরও বেশি আইনজীবী। ইন্ডিয়া টুডে কনক্লেভে রিজিজু অবসরপ্রাপ্ত বিচারকদের সম্পর্কে মন্তব্য করতে গিয়ে বলেন, কিছু অবসরপ্রাপ্ত বিচারক ভারতবিরোধী গ্রুপের অংশ হয়ে গিয়েছেন।

রিজিজুর এই বক্তব্য নিয়ে বিবৃতি জারি করেছে আইনজীবীদের দল। তাঁদের মতে, একজন মন্ত্রীকে ধমক দেওয়া, হুমকি দেওয়া শোভা পায় না। সরকারের সমালোচনা করা জাতির বিরুদ্ধ নয়, রাষ্ট্রদ্রোহী কাজও নয়।
আইনজীবীরা বলেছেন, অবসরপ্রাপ্ত বিচারপতিদের হুমকি দিয়ে আইনমন্ত্রী জনগণকে বার্তা দিচ্ছেন যে, প্রতিবাদের কোনো কণ্ঠকে রেহাই দেওয়া হবে না। আইনজীবীরা জোর দিয়ে বলেন, সরকারের সমালোচকরা সরকারের মতোই দেশপ্রেমিক। কেন্দ্রীয় সরকার চায় বিচারক নিয়োগের ক্ষেত্রেও হস্তক্ষেপ করা হোক, কিন্তু কলেজিয়ামে এমন কোনও নিয়ম নেই।

প্রসঙ্গত, ইন্ডিয়া টুডে-র অনুষ্ঠানে রিজিজু বলেন, কিছুদিন আগে বিচারকদের জবাবদিহিতা নিয়ে একটি সেমিনার হয়েছিল, কিন্তু আলোচনা ছিল অন্য কোনো বিষয়ে। এতে নির্বাহী বিভাগ কীভাবে বিচার বিভাগকে প্রভাবিত করছে তা নিয়ে আলোচনা হয়েছে। অনেক অবসরপ্রাপ্ত বিচারপতি দেশবিরোধী চক্রের অংশ হয়েছেন। কিছু মানুষ বিচার বিভাগকে সরকারের বিরুদ্ধে ঘুরিয়ে দিতে চায়। এমন মানুষরা ছাড় পাবেন না। যারা দেশের বিরুদ্ধে কাজ করবে তাদের মূল্য দিতে হবে।

তিনি আরও বলেন, দেশের ভেতরে ও বাইরে ভারতবিরোধী শক্তি একই ভাষা ব্যবহার করে যে গণতন্ত্র হুমকির মুখে পড়েছে। ভারতে মানবাধিকার নেই। এই ভারতবিরোধী দল যা বলে, একই ভাষা ব্যবহার করেছেন রাহুল গান্ধী। এতে ভারতের ভাবমূর্তি ক্ষুন্ন হয়।

Related Articles

Back to top button
error: