টিডিএন বাংলা ডেস্ক: সোনালি চক্রবর্তীর উপাচার্য পদে পুনর্নিয়োগ মামলায় কলকাতা হাইকোর্টের পর এবার সুপ্রিম কোর্টেও ধাক্কা খেল রাজ্য সরকার। সুপ্রিম কোর্টও এই পুনর্নিয়োগকে অবৈধ আখ্যায়িত করেছে। সোনালি চক্রবর্তীকে কলকাতা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য পদে পুনোরায় নিয়োগের বিরুদ্ধে একটি জনস্বার্থ মামলা দায়ের হয় কলকাতা হাইকোর্টে। সেই মামলায় নবান্ন এক তরফা সিদ্ধান্ত নিয়ে ছিল বলে রাজ্যের সেই সিদ্ধান্ত খারিজ করে দেয় কলকাতা হাইকোর্ট। কিন্তু কলকাতা হাইকোর্টের সেই রায়কে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে যায় রাজ্য সরকার।
সেই মামলার রায় দিতে গিয়ে এদিন সর্বোচ্চ আদালতের বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড় ও হিমা কোহলির বেঞ্চ পরিষ্কার ভাবে জানিয়ে দেয়, হাইকোর্টের রায় ছিল সঠিক ও আইনত যথাযথ। রাজ্য সরকার উপাচার্যের এক্তিয়ারে দখলদারি করতে চেয়েছিল। যা ঠিক নয়।