HighlightNewsদেশ

হিজাব বিতর্কে সপা নেত্রীর বিতর্কিত মন্তব্য

টিডিএন বাংলা ডেস্ক : হিজাব নিয়ে উত্তেজনার মধ্যেই নয়া বিতর্ক। বিতর্কিত মন্তব্য করে বসলেন আলিগড়ের এসপি নেত্রী রুবিনা খানাম। হিজাব স্পর্শের চেষ্টা করলে, সেই হাত কেটে নেওয়া হবে। হুঁশিয়ারি রুবিনার।

ঠিক কী বলেছেন তিনি? এসপি নেত্রী বলেন, ‘আপনি ভারতের মা-বোনেদের সম্মান নিয়ে খেলার চেষ্টা করলে তারা ঝাঁসির রানি বা রাজিয়া সুলতানা হতে সময় নেবে না। হিজাবে যার হাত পড়বে, সেই হাত কেটে নেবে। ক্ষমতায় যারাই থাকুক। তারা যেন মহিলাদের কোনওভাবেই দুর্বল না ভাবে। সেটা ভাবলে তারা ভুল করবে।’ তিনি আরও বলেন, কে মাথায় তিলক কাটব, কে পরবে হিজাব সেটা সেই ব্যক্তির নিজস্ব সিদ্ধান্ত। কেউ এই ব্যাপারে কাউকে জোর করতে পারে না’।

উত্তরপ্রদেশে চলছে বিধানসভা ভোট। রাজ্য বিজেপি নেতৃত্ব তো বটেই কেন্দ্রীয় নেতৃত্ব রীতিমতো অস্বস্তিতে। রাজনৈতিক মহলের একাংশ মনে করছে, হিজাব বিতর্কের প্রভাব পড়বে ভোটের বাক্সে।

Related Articles

Back to top button
error: