HighlightNewsরাজ্য

সরকারি অনুষ্ঠানে ‘জয় শ্রীরাম’ স্লোগান নিয়ে বিভক্ত রাজ্য বিজেপি, আপত্তি বিজেপি সাংসদ অহলুওয়ালিয়ার

টিডিএন বাংলা ডেস্ক: কোনো সরকারি অনুষ্ঠানে ‘জয় শ্রীরাম’ স্লোগান দেওয়া নিয়ে বিভক্ত হয়ে গেল রাজ্য বিজেপি নেতারা। অধিকাংশ নেতারা এর পক্ষে সাওয়াল করলেও আপত্তি তুলেছেন বঙ্গ বিজেপিরই এক সাংসদ সুরেন্দ্র সিংহ অহলুওয়ালিয়া। গতকাল শুক্রবার হাওড়া স্টেশন থেকে প্রথম বার যাত্রা শুরু হয় বন্দে ভারত এক্সপ্রেসের। সেই উপলক্ষে উদ্বোধনী অনুষ্ঠানে এসে বিজেপি সমর্থকদের ‘জয় শ্রীরাম’ স্লোগানের মুখে ক্ষুদ্ধ প্রতিক্রিয়া দেখান বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

সরকারি অনুষ্ঠানে কি রাজনৈতিক স্লোগান দেওয়া যায় তা নিয়ে বিজেপির বিরুদ্ধে শুরু হয় ব্যাপক সমালোচনা। কিন্তু এরপরেও বঙ্গ বিজেপির শুভেন্দু-লকেটের মতো নেতারা সমর্থকদের ‘জয় শ্রীরাম’ স্লোগান দেওয়ার পক্ষেই অবস্থান নেন। তবে এবার এই নিয়ে ভিন্ন মত শনা গেল বিজেপি সাংসদ সুরেন্দ্র সিংহ অহলুওয়ালিয়ার কন্ঠে। এই প্রসঙ্গে তিনি বলেন, “রাষ্ট্রীয় অনুষ্ঠানে ‘ভারত মাতা কি জয়’ স্লোগান দেওয়াই উচিত ছিল।”

Related Articles

Back to top button
error: