HighlightNewsদেশ

মোদী উপাধি সংক্রান্ত মামলার শুনানি শেষ সুরাট আদালতে, রাহুলের দুই বছরের সাজা স্থগিত হবে কি না, সিদ্ধান্ত ২০এপ্রিল

টিডিএন বাংলা ডেস্ক: মোদি উপাধি সংক্রান্ত মামলায় রাহুল গান্ধীর ২ বছরের সাজা অব্যাহত থাকবে নাকি স্থগিত থাকবে তা নিয়ে সিদ্ধান্ত হবে ২০ এপ্রিল। বৃহস্পতিবার সুরাটের দায়রা আদালতে উভয়পক্ষের যুক্তিতর্ক শুনানি শেষে আদালত রায় সংরক্ষণ করেছে। অতিরিক্ত দায়রা আদালতের বিচারক আরপি মগেরা জানান, তিনি ২০ এপ্রিল রায় ঘোষণা করবেন। শুনানির সময় রাহুল গান্ধীকে উপস্থিত না থাকার জন্য ছাড় দিয়েছিল আদালত। রাহুলের আইনজীবী আরএস চিমা আদালতে যুক্তি দেন যে এই মন্তব্য নিয়ে মানহানির মামলাটি সঠিক নয়। এছাড়াও, মামলায় সর্বোচ্চ শাস্তির প্রয়োজন ছিল না।

চিমা বলেন, ফৌজদারি কার্যবিধির ৩৮৯ ধারায় আপিলের বিচারাধীন সাজা স্থগিত করার বিধান রয়েছে। তিনি বলেন, ক্ষমতা একটি ব্যতিক্রম কিন্তু আদালতের সাজার পরিণতি বিবেচনা করা উচিত। তিনি বলেন, আসামি আরও বেশি ভোগান্তির শিকার হবেন কিনা তা আদালতের বিবেচনা করা উচিত। এমন শাস্তি পাওয়া অন্যায়।

পিটিশনকারী পূর্ণেশ মোদি, আদালতে দাখিল করা তার উত্তরে গান্ধীর আবেদনের বিরোধিতা করে বলেন, কংগ্রেস নেতা বারবার মানহানিকর বিবৃতি দিতে অভ্যস্ত। এর আগে, ৩ এপ্রিল, আদালত ১৫ হাজার টাকার বন্ডে রাহুলকে অন্তর্বর্তীকালীন জামিন দেওয়া হয়। উল্লেখ্য, রাহুল সুরাট আদালতে একটি প্রধান পিটিশন এবং দুটি আবেদন করেছিলেন।

Related Articles

Back to top button
error: