HighlightNewsদেশ

কেএলও জঙ্গিদের জন্য আত্মসমর্পণ ও পুনর্বাসন নীতি রাজ্যের, দেওয়া হবে বিভিন্ন সুবিধা

টিডিএন বাংলা ডেস্ক: দেশের মধ্যে থাকা জঙ্গি গোষ্ঠীগুলিকে দুর্বল করতে, তাদের সম্পর্কে তথ্য আদায় করতে বিভিন্ন সময় সরকার বিভিন্ন ধরণের কৌশলি নীতি নেয়। সেই ধারাবাহিকতায় পশ্চিমবঙ্গ সরকার কেএলও জঙ্গিদের জন্য নতুন আত্মসমর্পণ ও পুনর্বাসন নীতি ঘোষণা করলো। যারা কেএলও ছেড়ে পুরোপুরি সাধারণ জীবনে ফিরে আসবে তাদের দেওয়া হবে বিভিন্ন সুযোগ সুবিধা। ঘোষিত নীতিতে বলা হয়েছে, কোনো কেএলও জঙ্গি বা লিঙ্কম্যান যদি আত্মসমর্পণ করে তাহলে তাকে প্রথমে ৫০ হাজার টাকা দেওয়া হবে। এছাড়া ২ লক্ষ টাকার ফিক্সড ডিপোজ়িট (এফডি) করে দেওয়া হবে যা আত্মসমর্পণের ৩ বছর পরে ব্যবহার করা যাবে। একই সঙ্গে বাড়িভাড়ার খরচ হিসাবে প্রত্যেক মাসে আড়াই হাজার টাকা ও মেডিক্যাল খরচ দেওয়া হবে। যদি তার কোনো নাবালক সন্তান পড়াশোনা করে তাহলে মাসে পাঁচশো টাকা ও কলেজ পড়ুয়া হলে ১ হাজার টাকা দেওয়া হবে।

প্রসঙ্গত, অনেক বছর থেকেই পশ্চিমবঙ্গ থেকে পৃথক করে কামতাপুর রাজ্য গড়ার লক্ষে প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে কেএলও বা ‘কামতাপুর লিবারেশন অর্গানাইজেশন’। সম্প্রতি কিছু দিন পূর্বেই কেএলও জঙ্গি গোষ্ঠীর প্রধান জীবন সিংহ রাজ্য সরকার ও মমতাকে হুমকি দিয়ে ছিলেন। যে কোনো মূল্যে কামতাপুর রাজ্য গড়ার প্রত্যয় ব্যক্ত করে ছিলেন তিনি। তারই জবাব দিতে এই পদক্ষেপ করা হয়েছে বলেই মনে করা হচ্ছে।

Related Articles

Back to top button
error: