রাজ্য

নেত্রীর দ্রুত সুস্থতা কামনা করে পুজো পাঠ প্রার্থনা সিউড়ি বিধানসভার তৃণমূল প্রার্থী বিকাশ রায় চৌধুরী

নিজস্ব সংবাদদাতা, টিডিএন বাংলা, বীরভূম: নন্দীগ্রাম-কাণ্ডের পর দলের সর্বোচ্চ নেত্রী মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় গুরুতর অসুস্থ। বর্তমানে তিনি হাসপাতালে চিকিৎসাধীন। ঘটনায় তার দলের কর্মী সমর্থকরা যেমন রাজ্য জুড়ে বিক্ষোভ অবরোধ শুরু করেছেন ঠিক অন্যদিকে নেত্রীর দ্রুত সুস্থতা কামনা করে পুজো পাঠ প্রার্থনা শুরু হয়েছে। বৃহস্পতিবার বীরভূমের সিউড়ি বিধানসভার তৃণমূল প্রার্থী বিকাশ রায় চৌধুরী বক্রেশ্বর সতীপীঠে পুজো দিলেন। অন্য দিকে সতীপীঠ নন্দিকেশ্বরী তলায় গিয়ে নেত্রীর দ্রুত আরোগ্য কামনা করে পূজো দিলেন সাঁইথিয়ার বিধানসভার প্রার্থী বিদায়ী বিধায়ক নীলাবতী সাহা। সিদ্ধ পিঠে তারাপীঠে মহাযজ্ঞ পুজো প্রার্থনা করলেন হাসান বিধানসভার তৃণমূল প্রার্থী অশোক চট্টোপাধ্যায়।
মহা শিবরাত্রির শুভ লগ্নে তৃণমূল কংগ্রেস প্রার্থী বিকাশ রায় চৌধুরী দলের সর্বোচ্চ নেত্রীর দ্রুত সুস্থতা ও বাংলার মানুষের মঙ্গল কামনা করে পূজা পাঠ করলেন বক্রেশ্বর সতীপীঠে। গত বুধবার সন্ধ্যায় নন্দীগ্রামে জনসংযোগ কর্মসূচিতে গিয়ে গুরুতর জখম হন। ঘটনাস্থলে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে চক্রান্ত করে হামলার অভিযোগ তোলেন। দ্রুত যখম নেত্রীকে কলকাতায় নিয়ে যাওয়া হয় এবং সেখানে হাসপাতালে তার চিকিৎসা চলছে। এই পরিস্থিতিতে রাজ্যজুড়ে তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থকরা বিক্ষোভ প্রতিবাদ শুরু করেছে। দুবরাজপুর শহর, সিউড়ি শহর, সাঁইথিয়া শহর সহ জেলাজুড়ে বিভিন্ন এলাকায় তাদের এই কর্মসূচি পালিত হয়েছে। এদিন সিউড়ি বিধানসভার তৃণমূল কংগ্রেসের বিধায়ক পদ প্রার্থী বিকাশ রায় চৌধুরী বক্রেশ্বর সতীপীঠে এবং সাঁইথিয়া বিধানসভার তৃণমূল প্রার্থী নীলাবতী সাহা নন্দিকেশ্বরী সতীপীঠে পূজা ও প্রার্থনা করেন। সতীপীঠ তারাপীঠের মা তারার কাছে মহাযজ্ঞ করলেন হাসান বিধানসভার তৃণমূল প্রার্থী অশোক চট্টোপাধ্যায়।

Related Articles

Back to top button
error: