Highlightদেশ

সাসপেন্ড তিহার জেলের প্রাক্তন ডিজি সন্দীপ গোয়াল, টাকা আদায়ের অভিযোগ করেছিল ঠগ সুকেশ

টিডিএন বাংলা ডেস্ক: তিহারের প্রাক্তন ডিজি সন্দীপ গয়ালকে সাসপেন্ড করা হয়েছে। ২০০ কোটি টাকা প্রতারণার অভিযোগে জেলে থাকা ঠগ সুকেশ চন্দ্রশেখর তাঁর বিরুদ্ধে টাকা আদায়ের অভিযোগ করেছিল। তদন্ত কমিটির রিপোর্টে ওই সমস্ত অভিযোগের সত্যতা পাওয়া গেছে। সুকেশের অভিযোগের ভিত্তিতে, লেফটেন্যান্ট গভর্নর ভি কে সাক্সেনা প্রিন্সিপাল সেক্রেটারি (স্বরাষ্ট্র)-এর সভাপতিত্বে একটি তিন সদস্যের হাই পাওয়ার কমিটি গঠন করেন। এই কমিটি দু’বার জেলে সুকেশের সাথে দেখা করে এবং বিষয়টি তদন্ত করে রিপোর্ট পেশ করে। উল্লেখ্য, গয়াল যখন তিহার জেলের ডিজি ছিলেন, সেসময় সত্যেন্দ্র জৈনকে জেলে ম্যাসাজ করানোর অভিযোগ ওঠে।

Related Articles

Back to top button
error: