টিডিএন বাংলা ডেস্ক: অবশেষে জীবনযুদ্ধে হার মানলেন বাংলা তথা ভারতীয় চলচ্চিত্র জগতের উজ্জ্বল নক্ষত্র পরিচালক তরুণ মজুমদার। তার মৃত্যুতে বাংলা সিনেমার জগতে নেমেছে শোকের ছায়া। বাংলা সিনেমার জগতে এই কিংবদন্তী পরিচালকের অবদান অনস্বীকার্য। ১৯৩১ সালের অবিভক্ত বাংলায় জন্ম তরুণ মজুমদারের। পরিচালক হিসেবে কর্ম জীবন শুরু করেন ১৯৫৯ সালে। ১৯৫৯ সালে উত্তম কুমার এবং সুচিত্রা সেনের সঙ্গে জীবনের প্রথম ছবি ‘চাওয়া পাওয়া’ বানিয়ে নাম কুড়িয়ে ছিলেন তরুণ মজুমদার।
এরপর ১৯৬০ সালে বানালেন ‘স্মৃতি টুকু থাক’। ৬২ সালে ‘কাঁচের স্বর্গ’ সিনেমার জন্য প্রথমবার জাতীয় পুরস্কার পান তিনি। চার-চারটি জাতীয় পুরস্কার রয়েছে পরিচালকের ঝুলিতে। এছাড়াও ৭টি বিএফজেডএ পুরস্কার, ৫টি ফিল্মফেয়ার, আনন্দলোক-সহ অগণিত পুরস্কার পেয়েছেন তিনি। ১৯৯০ সালে ভারত সরকারের থেকে পদ্মশ্রী সম্মানে ভূষিত হন। এছাড়াও তাঁর তৈরি অন্যান্য সিনেমাগুলি হল- পলাতক, সংসার সীমান্তে, বালিকা বধূ, শ্রীমান পৃথ্বীরাজ, ভালোবাসা ভালোবাসা, আপন আমার আপন প্রভৃতি।