HighlightNewsরাজ্য

ছাত্রছাত্রীদের মধ্যে বচসা থেকে হাতাহাতিতে থমথমে টেকনো ইন্ডিয়া কলেজ

টিডিএন বাংলা ডেস্ক : কলকাতার সেক্টর ফাইভ সংলগ্ন টেকনো ইন্ডিয়া কলেজের তালতলা ক্যাম্পাসে প্রথম বর্ষ ও তৃতীয় বর্ষের ছাত্রছাত্রীদের মধ্যে প্রথমে শুরু হয় বচসা ও কথা কাটাকাটি। এরপর তা ধীরে ধীরে হাতাহাতিতে রূপ নেয় বলে অভিযোগ। এই ঘটনায় থমথমে টেকনো ইন্ডিয়া কলেজের তালতলা ক্যাম্পাস। জানা গিয়েছে, কলেজের একটি অনুষ্ঠানের প্রথম বর্ষের ছাত্র ছাত্রীদের র‍্যাগিং করার অভিযোগ ওঠে তৃতীয় বর্ষের ছাত্রছাত্রীদের বিরুদ্ধে। খবর পেয়ে ঘটনাস্থলে আসে ইলেকট্রনিক কমপ্লেক্স থানার বিশাল পুলিশবাহিনী। তারা দ্রুত পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে। ঠিক কি কারণে এই ঘটনার সূত্রপাত হয় তা জানার চেষ্টা করছে পুলিশ।

উল্লেখ্য যে, টেকনো ইন্ডিয়া ইউনিভার্সিটি, পশ্চিমবঙ্গ টেকনো ইন্ডিয়া গ্রুপের তত্ত্বাবধানে প্রতিষ্ঠিত হয়েছিল। এটি পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যপাধ্যায়ের স্বপ্নের প্রকল্পগুলির মধ্যে একটি। পশ্চিমবঙ্গের প্রথম বেসরকারী বিশ্ববিদ্যালয় হিসাবে টেকনো ইন্ডিয়া ইউনিভার্সিটি শিক্ষা, গবেষণা এবং প্রযুক্তি ক্ষেত্রে বিশ্বব্যাপী খ্যাতিসম্পন্ন একটি প্রতিষ্ঠান। প্রতিষ্ঠার পর থেকে স্নাতক, স্নাতকোত্তর এবং ডক্টরাল প্রার্থীদের বেশ পছন্দের প্রতিষ্টান হয়ে উঠেছে এটি।

Related Articles

Back to top button
error: