HighlightNewsদেশ

সুপ্রিম কোর্টে অন্তর্বর্তীকালীন ত্রাণ পেলেন না তিস্তা; ২৫ আগস্ট জামিনের আবেদনের শুনানি, গুজরাট সরকারকেও নোটিশ

টিডিএন বাংলা ডেস্ক: তিস্তা সেটালভাদের জামিনের আবেদনে সোমবার গুজরাট সরকারকে নোটিশ জারি করেছে সুপ্রিম কোর্ট। বিচারপতি ইউইউ ললিতের বেঞ্চে শুনানির সময়, তিস্তার পক্ষের বরিষ্ঠ আইনজীবী কপিল সিবাল বলেন, আমরা অন্তর্বর্তীকালীন ত্রাণ চাই, ১৯ সেপ্টেম্বর হাইকোর্টে শুনানি রাখা হয়েছে।

এর পরিপ্রেক্ষিতে আদালত জানিয়েছে, আপনি ২৫ আগস্ট পর্যন্ত অপেক্ষা করুন। মাত্র ৩ দিন সময় লাগবে। গুজরাট দাঙ্গার ষড়যন্ত্র মামলায় রাজ্যের উচ্চপদস্থ আধিকারিকদের জড়িত করার জন্য নথি জাল করার অভিযোগে তিস্তাকে গ্রেপ্তার করা হয়েছিল।

প্রসঙ্গত, নিম্ন আদালতে জামিনের আবেদন খারিজ হওয়ার পর হাইকোর্টে আপিল করেন তিস্তা সেটালভাদ। তবে, হাইকোর্ট থেকে ১৯ সেপ্টেম্বর শুনানির দিন ধার্য হওয়ার পর সুপ্রিম কোর্টে যান তিস্তা।

উল্লেখ্য, ২৪জুন সুপ্রিম কোর্ট ২০০২ সালের গুজরাট দাঙ্গা মামলায় তৎকালীন মুখ্যমন্ত্রী নরেন্দ্র মোদিকে ক্লিন চিট দেওয়ার এসআইটি রিপোর্টের বিরুদ্ধে ২০০২ সালের গুজরাট দাঙ্গায় মৃত এহসান জাফরির স্ত্রী জাকিয়া জাফরির করা পিটিশন খারিজ করে দেয়। সুপ্রিম কোর্ট জানিয়েছে, জাকিয়ার আবেদনের কোনো যোগ্যতা নেই।

আদালত আরও জানিয়েছে, মামলার সহ-আবেদনকারী সেটালভাদ জাকিয়া জাফরির অনুভূতি নিয়ে খেলেছেন। আদালত তিস্তার ভূমিকা নিয়ে তদন্তের নির্দেশ দিলে আহমেদাবাদ ক্রাইম ব্রাঞ্চ ২৫ জুন মুম্বই থেকে তিস্তাকে গ্রেপ্তার করে।

Related Articles

Back to top button
error: