টিডিএন বাংলা ডেস্ক: পেপার ফাঁস মামলায় গ্রেপ্তার করা হয়েছে তেলঙ্গানা বিজেপির সভাপতিকে।রাতেই তেলেঙ্গানা বিজেপির সভাপতি বান্দি সঞ্জয় কুমারকে তুলে নিয়ে যায় পুলিশ। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সফরের তিন দিন আগে রাজ্য বিজেপি সভাপতি বান্দি সঞ্জয়কে গ্রেফতার করেছে তেলেঙ্গানা পুলিশ। রাত ১২টার দিকে করিমনগরে তাঁর বাড়িতে পৌঁছে পুলিশ তাঁকে জোর করে গাড়িতে তুলে নিয়ে যায়। বিভিন্ন গণমাধ্যমের খবর অনুযায়ী, পেপার ফাঁস মামলায় তাঁকে জিজ্ঞাসাবাদের জন্য ডাকা হলেও তিনি আসেননি। এই কারণে তাঁকে গ্রেফতার করা হয়েছে।
বিভিন্ন সংবাদমাধ্যমে প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী, পুলিশ তাঁর বাড়িতে পৌঁছনোর সঙ্গে সঙ্গে বিজেপি কর্মী ও বান্দি সঞ্জয়ের সমর্থকরা তাঁর বাড়িতে জড়ো হয়ে পুলিশকে বাধা দেওয়ার চেষ্টা করে। দলীয় কর্মীরা সোশ্যাল মিডিয়ায় সেই দৃশ্যের বেশ কয়েকটি ছবি শেয়ার করেছেন এবং পুলিশের পদক্ষেপের সমালোচনা করেছেন।
তাঁকে হেফাজতে নেওয়ার ভিডিও টুইটারে শেয়ার করে বান্দি সঞ্জয় লিখেছেন, “বিআরএস-এ ভয়ের পরিবেশ রয়েছে। প্রথমে তারা আমাকে মিডিয়াতে সাক্ষাৎকার দিতে বাধা দেয় এবং এখন রাতেই গ্রেফতার করেছে। আমার একটাই ভুল ছিল যে আমি বিআরএস সরকারের অন্যায় নিয়ে প্রশ্ন তুলতে শুরু করেছি। আমি জেলে থাকলেও আপনারা বিআরএসকে প্রশ্ন করা বন্ধ করবেন না।” বান্দি সঞ্জয় পুরো ঘটনার ভিডিও শেয়ার করে বলেছেন, বিআরএস দল তাঁর বিরুদ্ধে প্রতিহিংসার রাজনীতি করছে।
অন্যদিকে, বিজেপির রাজ্য সাধারণ সম্পাদক প্রেমেন্দ্র রেড্ডি রাজ্য সরকারের বিরুদ্ধে গুরুতর অভিযোগ করেছেন। তিনি বলেন, বন্দি সঞ্জয়কে অবৈধভাবে গ্রেপ্তার করা হয়েছে। এটা রাজ্যে প্রধানমন্ত্রীর কর্মসূচিকে ব্যাহত করার চেষ্টা ছাড়া আর কিছুই নয়। তিনি বলেন, এত রাতে বান্দি সঞ্জয়কে গ্রেপ্তার করার কী দরকার ছিল? কোন মামলায় তাঁকে গ্রেফতার করা হয়েছে তাও আমাদের জানানো হয়নি। আমরা জানি কারণ, তিনি রাজ্য সরকারের কাছে প্রশ্ন করছেন এবং কেসিআর সরকার কোনওভাবে প্রধানমন্ত্রী মোদীর রাজ্য সফরে বাধা দেওয়ার চেষ্টা করছে। বান্দি সঞ্জয়ের বেআইনি গ্রেপ্তারের বিরুদ্ধে আমরা রাজ্য জুড়ে প্রতিবাদ করব।