টিডিএন বাংলা ডেস্ক : করোনা মহামারি হয়তো এবার পালানোর পথে। অনেকেই এমনটাই আশা করেছিলেন। লকডাউন পর্ব সরিয়ে নিউ নর্মালে ফিরে এসেছে জীবনযাত্রা। এরইমধ্যে বিপদ ঘণ্টা বাজাল বিশ্ব স্বাস্থ্য সংস্থা (হু)। সংস্থার প্রধান তেদ্রস আধানম ঘেব্রিয়েসাস বার্লিনে এক স্বাস্থ্য সম্মেলনে বলেন, করোনা অতিমারি শেষ হতে এখনও ঢের দেরি। সপ্তাহে ৫০ হাজার করে মানুষের মৃত্যু হচ্ছে। করোনা এত সহজে পিছু ছাড়ছে না।”
করোনার গ্রাফ ফের ঊর্ধ্বমুখী। চিন, রাশিয়া, ব্রিটেনের মতো বহু দেশেই ফের সংক্রমণ চড়তে শুরু করেছে। উৎসবের মরসুমে স্বস্তি নেই ভারতেরও। এপ্রিলে হু প্রধান বলেছিলেন, আমাদের হাতে ভ্যাকসিন আছে। করোনা আটকাতে প্রয়োজনীয় সবকিছু আছে। কিন্তু এর যথাযথ ব্যবহার করতে পারিনি। যথাযথ বিধি পালন করছি কি? বিশ্ববাসী যখন সত্যিই চাইবেন, সেদিন করোনা নির্মূল হবে।”
বিশ্ব স্বাস্থ্য সংস্থার দাবি, আগামী দিনে ফের ভয়াবহ আকার নিতে পারে সংক্রমণ। চিন, রাশিয়ার মত দেশ থেকে ইতিমধ্যেই সেই ইঙ্গিত আসা শুরু করেছে। সিঁদুরে মেঘ দেখাচ্ছে ডেল্টার সাব ভ্যারিয়েন্ট AY.4.2.। যা ভোগাচ্ছে রাশিয়াকে। সেখানে হাজার পার করেছে দৈনিক মৃত্যু। অন্যদিকে বেজিং শহরে ২১টি সংক্রমণের খবর নতুন করে পাওয়া গিয়েছে। অথচ একটা সময় ছিল যখন গোটা চিনকে সংক্রমণ শূন্য বলে দাবি করেছিল প্রেসিডেন্ট শি জিনপিং-এর সরকার। সূত্রের খবর, মহারাষ্ট্র তো বটেই, ইন্দোরেও ডেল্টার নয়া সাব-ভ্যারিয়েন্ট নমুনা মিলেছে।