HighlightNewsরাজ্য

জোট হবে মানুষের সঙ্গে, ২০২৪-এ কারও হাত ধরবে না তৃণমূল, জানালেন মমতা

টিডিএন বাংলা ডেস্ক: ২০২৪-এর লোকসভা নির্বাচনে কারও সঙ্গে জোট গড়বে না তৃণমূল। তৃণমূলের জোট হবে মানুষের সঙ্গে। বৃহস্পতিবার নবান্ন থেকে সাংবাদিক বৈঠক করে এমনটাই বলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
মমতা বলেন,”২০২৪-এ কারও সঙ্গে যাব না। মানুষের সঙ্গে হবে তৃণমূলের জোট। মানুষের সমর্থনে লড়ব আমরা। বিশ্বাস করি, যাঁরা বিজেপি-কে হারাতে চান, তাঁরা আমাদের ভোট দেবেন।”
উল্লেখ্য, আজ, তিন রাজ্যে বিধানসভা নির্বাচনী ফলাফলের দিন মুখ্যমন্ত্রীর এই মন্তব্য যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলে মনে করছে রাজনৈতিক মহল। কারণ, মমতা জানিয়েছেন, কংগ্রেস বা সিপিএম-কারও কথা শোনার প্রয়োজন নেই তৃণমূলের।

প্রসঙ্গত, এদিনই সাগরদিঘি উপনির্বাচনের ফলাফল প্রকাশিত হয়েছে। ওই আসনে তৃণমূলকে হারিয়ে ব্যাপক ভোটের ব্যবধানে জয়লাভ করেছে বাম-কংগ্রেস জোট। তৃণমূলের বিরুদ্ধে বাম-কংগ্রেসের এই জোটে সমর্থন জানাতে দেখা গিয়েছে বিজেপিকেও। এদিন, বাম-কংগ্রেস জোটকে ‘অনৈতিক’ বলে উল্লেখ করেন মমতা। বিজেপি, সিপিএম এবং কংগ্রেস পরস্পরের মধ্যে ভোট হস্তান্তরিত করছে বলেও অভিযোগ করেন তিনি। মুখ্যমন্ত্রীর প্রশ্ন, বিজেপির থেকে সাহায্য নিয়ে নিজেদের বিরোধী বলা যায় কি!
এদিন স্পষ্ট ভাষায় মুখ্যমন্ত্রী জানিয়ে দেন,”এরপর আর কংগ্রেস অথবা সিপিএম-এর কথা শোনার প্রয়োজন নেই। যারা বিজেপি-র সঙ্গে রয়েছে, তাদের সঙ্গে কোনও ভাবেই হাত মেলাবে না তৃণমূল। একটা নির্বাচন হয়তো জিতেছে, কিন্তু ওদের নৈতিক হার হয়েছে।”
তিনি আরো বলেন, “মজার কথা হল, এত চুপিচুপি কী করার আছে! কংগ্রেস নেতাকে অভিনন্দন যে উনি ইতিমধ্যেই বিষয়টি স্বীকার করেছেন। মেনেছেন যে, বিজেপি, সিপিএম সাহায্য করছেন তাঁদের। সত্য বলার জন্য ধন্যবাদ। আমরা তো বলেই আসছি, এটা অনৈতিক জোট। বিজেপির সাহায্য নিয়ে মমতাকে হারালে, নিজেদের বিরোধী বলেন কী করে!”

Related Articles

Back to top button
error: